স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
আর ৩০ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের এই মেগা আসরের। ইতিমধ্যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াড জানিয়ে দিয়েছে। আইসিসি ঘোষিত গাইডলাইন অনুযায়ী আগামীকাল ৫ স্পেটেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। তাই ধারণা করা হচ্ছে আগামীকালই জানা যাবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড।
এশিয়া কাপে গতকাল আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে টিম টাইগার্স। তবে আফগান বধের পর সেই সব কিছুই এখন ঢাকা পড়ে গিয়েছে। এশিয়া কাপের পর টাইগারদের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। এরপর বিশ্বকাপের জন্য ভারতের বিমানে উঠবে সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের আগে আলোচনায় টাইগারদের দল নির্বাচন প্রক্রিয়া। এশিয়া কাপের দলে জায়গা পাননি দীর্ঘ বিশ্রামের নাম করে বাদের তালিকায় থাকা অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের আগেই মাত্র ১৬৪ রানে বাংলাদেশ অলআউট হয়ে যাওয়ায় প্রশ্ন উঠে রিয়াদের বদলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে।
আরও পড়ুন: সুপার ফোরের প্রথম ম্যাচে যে প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আইসিসির নিয়ামানুযায়ী আগামীকাল বিশ্বকাপের দল দেওয়ার ডেডলাইন। তবে বিশ্বকাপের দল ঘোষণার পর আগামী ২৭ সেপ্টেম্বরের ভেতর আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি ছাড়াই নিজেদের দলে পরিবর্তন আনতে পারবে যেকোন দেশ।
বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে টাইগারদের ১৫ সদস্যের দলে কারা থাকছেন তা নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড থেকে বিশ্বকাপের দলে অনেকেই বাদ পড়তে যাচ্ছেন তা অনুমেয় ছিল। কিন্তু গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের ভাবনায় পরিবর্তন এসেছে।
জানা গিয়েছে বেশি পরিবর্তন থাকছে না টাইগারদের বিশ্বকাপ দলে। ইনজুরির কারণে এশিয়া কাপ দলে না থাকা তামিম ইকবাল বিশ্বকাপে ফিরছেন তা নিশ্চিত। জ্বরের কারণে লিটন দাস যেতে পারেননি এশিয়া কাপের শুরুতে। তিনিও থাকছেন বিশ্বকাপ দলে তাও সুনিশ্চিত।
আরও পড়ুন: বদলে যাচ্ছে এশিয়া কাপের ভেন্যু!
তাহলে এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে বিশ্বকাপের দলে কেমন পরিবর্তন আসতে যাচ্ছে! জানা গিয়েছে এশিয়া কাপের দলে থেকে বিশ্বকাপের বিমান ধরা হচ্ছে না তরুণ তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়ের।
এদিকে মিরপুরে বিশ্বকাপের জন্য ব্যাকআপ ভাবনায় থাকা ক্রিকেটারদের অনুশীলন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। যেখানে রয়েছেন সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটাররা।

তাহলে কেমন হতে পারে বিশ্বকাপের ১৫ সদস্যের দল। অভিজ্ঞ রিয়াদকে কি ফেরাবে বিসিবি নাকি তার বদলে এশিয়া কাপে খেলা ক্রিকেটারদের উপরই আস্থা রাখবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর নির্বাচকদের ভাবানায় এসেছে পরিবর্তন। পুরো টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপের সম্ভাব্য দল ইতিমধ্যে তৈরি করে ফেলেছে ক্রিকেট বোর্ড।
যেখানে টাইগারদের নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান ও সহ অধিনায়ক হিসেবে থাকবেন লিটন কুমার দাস। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সেখানে জায়গা পাচ্ছেন না অভিজ্ঞ রিয়াদ তা এতোদিন এক প্রকার নিশ্চিত ছিল। তবে আজ বিসিবি সভাপতি আসন্ন নিউজিল্যান্ড সিরিজে রিয়াদ দলে থাকবেন বলে জানিয়েছেন। যদি তিনি সেই সিরিজে পারফর্ম করেন তাহলে দলে ফিরতে পারেন। কিন্তু তা হবে অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত।
তবে রিয়াদ কিউইদের বিপক্ষে রান না করতে পারলে বিশ্বকাপের বিমানে মূল দলের সঙ্গে যোগ দেওয়া হবে না এই সাইলেন্ট কিলারের। তবে বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় রিয়াদের থাকার জোর গুঞ্জন রয়েছে।
বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. নাজমুল হোসেন শান্ত
৪. সাকিব আল হাসান (অধিনায়ক)
৫. তাওহীদ হৃদয়
৬. মুশফিকুর রহিম
৭. আফিফ হোসেন
৮. মেহেদী হাসান মিরাজ
৯. তাসকিন আহমেদ
১০. হাসান মাহমুদ
১১. শরিফুল ইসলাম
১২. মোস্তাফিজুর রহমান
১৩. নাসুম আহমেদ/ শেখ মাহেদি
১৪.শামিম হোসেন পাটুয়ারি
১৫. নাঈম শেখ
এমএএম