স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩০ পিএম
আইপিএল মেগা নিলামের প্রথম দিন বড় ক্রিকেটারদের দলবদল নিয়ে জমে উঠেছে। সাবেক দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল। বেঙ্গালুরু ও দিল্লী প্রথমে এই ডানহাতি ব্যাটারকে দলে নিতে বিডিং শুরু করলেও শেষ হাসিটা হাসে নাইট রাইডার্স।
মেগা নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে মার্কি ক্যাটাগরির শিখার দাওয়ানকে পাঞ্জাব কিংসে কিনে নেয় ৮ কোটি ২৫ লক্ষ রুপিতে।
একই ক্যাটাগরির রবি আশ্বিনকে ৫ কোটি রুপিতে কিনে রাজাস্থান রয়েলস।
প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে ৭ কোটি ২৫ লক্ষ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
মার্কি ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার হিসেবে সব চেয়ে বেশি মূল্যে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে দলে নিয়েছে পাঞ্জান কিংস। এই ডানহাতি পেসারকে ৯ কোটি ২৫ লক্ষ রুপিতে নবাগত গুজরাট টাইটান্স থেকে ছিনিয়ে নেয় প্রিতি জিন্তার দল।
এমএএম