স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ০৭:৫৭ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম আসরে আজ মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়েন্টস ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে লোকেশ রাহুলের সুপার জায়েন্টস। পাকিস্তান সফর শেষে আইপিএলে খেলতে এসেছে অজি ক্রিকেটের বড় তারকারা। দিল্লি ফ্রাঞ্চাইজিতে আবারও ফিরেছেন ডেভিড ওয়ার্নার। শেষ ২০১৩ সালে খেলেছিলেন দিল্লির হয়ে। দীর্ঘ ৯ বছর পর আবারও দিল্লির হয়ে মাঠে নামছেন এই অজি তারকা।
তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্টস তালিকার ৫ নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়েন্টস। অন্যদিকে দুই ম্যাচে এক জয় নিয়ে ৭ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আজকে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে ঋষভপন্থের দল। অপরদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লখনৌ।
মনিষ পান্ডেকে বাদ দিয়ে লখনৌ দলে নেওয়া হয়েছে কৃষ্ণাপ্পা গৌতমকে। দিল্লি ক্যাপিটালস দলে টিম সেফার্টের জায়গায় দলে এসেছেন ওয়ার্নার। মনদীপের বদলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। খলিল আহমেদের বদলে মাঠে নামেন এরনিখ নরকিয়া।
লখনৌ একাদশঃ
লোকেশ রাহুল(অধিনায়ক) , কুইন্টন ডি'কক, এভিন লুইস, দীপক হুদা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই ও আবেশ খান।
দিল্লি একাদশঃ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও এনরিখ নরকিয়া।