বিজ্ঞান ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম
রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ রেফ্রিজারেটর বা ফ্রিজ। তবে অযত্ন বা সামান্য অসাবধানতায় এই নিত্যপ্রয়োজনীয় যন্ত্রটিই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ রাখার সঠিক নিয়ম না জানা এবং কারিগরি ত্রুটির কারণেই ঘটছে এসব দুর্ঘটনা।
বিস্ফোরণ আসলে কোথায় হয়?
সাধারণত পুরো রেফ্রিজারেটরটি একযোগে বিস্ফোরিত হয় না। বিস্ফোরণ ঘটে এর পেছনে থাকা 'কম্প্রেসর' নামের অংশটিতে। ফ্রিজকে ঠান্ডা রাখতে কম্প্রেসর অনবরত পাম্পের সাহায্যে কয়েলের ভেতরে রেফ্রিজারেন্ট গ্যাস সঞ্চালন করে। এই প্রক্রিয়ায় গ্যাস যখন তরলে পরিণত হয়, তখন তা ভেতরের তাপ শোষণ করে নেয়।

কেন ঘটে দুর্ঘটনা?
স্বাভাবিক অবস্থায় কম্প্রেসর ঠিকঠাক কাজ করলেও কিছু বিশেষ পরিস্থিতিতে এটি বিপজ্জনক হয়ে ওঠে। ক্রমাগত গ্যাস সঞ্চালনের ফলে ফ্রিজের পেছনের অংশ বেশ গরম হয়ে যায়। যদি কোনো কারণে কনডেনসার কয়েলগুলো সংকুচিত হয়ে যায় বা গ্যাস চলাচলের পথ বাধাগ্রস্ত হয়, তবে ভেতরে উচ্চচাপ তৈরি হয়। এই চাপ যখন সহনক্ষমতার বাইরে চলে যায়, তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।
পুরানো ফ্রিজে ঝুঁকি বেশি প্রযুক্তিবিদদের মতে, রেফ্রিজারেটর ১০ বছরের বেশি পুরানো হলে এর যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ে। ফলে পুরানো ফ্রিজে বিস্ফোরণের ঝুঁকি নতুনগুলোর তুলনায় অনেক বেশি। তাই দীর্ঘদিনের পুরানো ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত সার্ভিসিং এবং বাড়তি সতর্কতার প্রয়োজন।
দেওয়ালের সঙ্গে ফ্রিজ ঠেকিয়ে রাখা কেন বিপজ্জনক?
অনেকেই জায়গা বাঁচাতে ফ্রিজ একেবারে দেওয়ালের সাথে ঘেঁষে রাখেন। এটি চরম ভুল পদ্ধতি। কম্প্রেসর চলাকালীন যে গরম বাতাস তৈরি হয়, তা বেরিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন। দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখলে সেই তাপ বের হতে পারে না, ফলে কম্প্রেসর দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ফ্রিজ ও দেওয়ালের মধ্যে অন্তত কয়েক ইঞ্চি ফাঁকা রাখা জরুরি।

সুরক্ষায় যা করবেন
শব্দ লক্ষ্য করুন: কম্প্রেসর থেকে হালকা গুঞ্জন আসা স্বাভাবিক। তবে যদি অস্বাভাবিক বিকট শব্দ হয় বা একদমই শব্দ না পাওয়া যায়, তবে বুঝতে হবে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে।
পর্যাপ্ত বাতাস চলাচল: ফ্রিজ এমন স্থানে রাখুন যেখানে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা আছে।
আরও পড়ুন: ফ্রিজ কি মাঝেমধ্যে বন্ধ রাখা উচিত?
নিয়মিত পরীক্ষা: বিশেষ করে পুরানো ফ্রিজগুলো অন্তত বছরে একবার অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করানো উচিত।
অসচেতনতা আর অবহেলাই বড় দুর্ঘটনার মূল কারণ। তাই ফ্রিজ ব্যবহারের সাধারণ নিয়মগুলো মেনে চলে নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন।
এজেড