ধর্ম ডেস্ক
০৭ মে ২০২৩, ০১:১৯ পিএম
ইসলামে পিতৃ-পরিচয় হলো ব্যক্তির আসল পরিচয়। অনেকেই নিজেদের বংশ-পরিচয় গোপন করে। এটি অনুচিত। এমনকি অনেক নারী পরিচয় দিতে গিয়ে নিজের নামের সাথে স্বামীর নাম ব্যবহার করেন, আবার কেউ নামের সাথে নিজের নানা টাইটেল লাগিয়ে থাকেন। এসব মূলত অনৈসলামিক সংস্কৃতি এবং ব্যক্তির হীন মানসিকতারই প্রকাশ।
প্রশ্নে উল্লেখিত স্ত্রী নিজের নামের সঙ্গে স্বামীর নাম-পদবি ব্যবহার করে স্বামীর নামকে নিজের নামের অংশ বানিয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এটি অযৌক্তিক ও নাজায়েজ কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ ‘তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। (সুরা আহজাব: ০৫)
উক্ত আয়াতে পিতৃ-পরিচয়ের নামটি ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর এই নির্দেশ অমান্য করবে তাদের পরিণাম সম্পর্কে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا، وَلَا عَدْلًا ‘যে কেউ নিজের বাবা ছাড়া অন্যের পরিচয়ে পরিচয় দেয় অথবা যদি কোনো দাস তার মুনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মুনিব বানায়, তার ওপর আল্লাহর, ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কেয়ামত দিবসে আল্লাহ তার কোনো ফরজ কিংবা নফল (ইবাদত) কবুল করবেন না।’ (মুসলিম ১৩৭০)
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের সমাজে অনেক নারীই তাদের নামের সঙ্গে স্বামীর নাম ব্যবহার করে থাকেন। তারা এটিকে সম্মানজনক মনে করেন। আসলেই কি এটি মর্যাদাপূর্ণ কাজ?
এর জবাবে প্রখ্যাত ইসলামিক স্কলার শাইখ আহমাদুল্লাহ বলেন, যদি নিজের নামের সঙ্গে স্বামীর নাম ব্যবহারের এতই মর্যাদা থাকত, তাহলে রাসুলুল্লাহ (স.)-এর স্ত্রীরা তাঁদের নামের সঙ্গে স্বামীর নাম ব্যবহার করতেন। কিন্তু তাঁরা তা করেননি। কারণ এটি নিজের সঠিক পরিচয় তুলে ধরে না। বরং নামের উদ্দেশ্যই হলো নিজের এবং বংশের পরিচয়কে তুলে ধরা। এটিই অধিক যুক্তিসঙ্গত। কেননা স্বামী পরিবর্তনযোগ্য, কিন্তু বাবা পরিবর্তনযোগ্য নয়। দুইদিন পরে অন্য কারো সাথে আপনার বিয়ে হতে পারে। তখন কি আবারও নাম চেঞ্জ করবেন?
সুতরাং আমরা নিজের নাম ব্যবহারের ক্ষেত্রে বাড়াবাড়ি যেন না করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের পরিচয় প্রকাশের ক্ষেত্রে ইনসাফ করার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।