images

ইসলাম

রমজানে বিশেষভাবে যে দোয়া করতে বলেছেন নবীজি

ধর্ম ডেস্ক

০৯ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম

পবিত্র রমজানকে বলা হয় সাইয়িদুশ শুহুর বা সকল মাসের সেরা মাস। রমজানে রোজাদারের জীবনের গুনাহ ক্ষমা, জান্নাতে রাইয়ান নামক বিশেষ দরজা, নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি, জাহান্নাম থেকে মুক্তি এবং স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণাসহ অসংখ্য ফজিলতের বর্ণনা এসেছে হাদিসে। তাই এ মাসের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করা বুদ্ধিমত্তার পরিচায়ক।

এছাড়াও রমজানকে বলা দোয়া কবুলের মাস। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিদিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন।’ (মুসনাদে আহমদ: ৭৪৫০; মুসনাদে বাজ্জার: ৯৬২)। তাই রমজানে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 

রমজানে বিশেষভাবে নবীজি যা করতে বলেছেন, সেসম্পর্কে হাদিসে এসেছে—হজরত সালমান (রা.) বলেন, একবার নবী কারিম (স.) শাবান মাসের শেষদিন ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, ‘তোমরা রমজান মাসে চারটি কাজ খুব বেশি করে করবে। দুটি কাজ দ্বারা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে পারবে। আর দুটি কাজ না করে তোমাদের রক্ষা নেই। যে দুটি কাজ দ্বারা তোমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারবে তা হলো- তোমরা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে থাকবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। যে দুটি কাজ না করে তোমাদের রক্ষা নেই তা হলো- তোমরা জান্নাত প্রার্থনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে।’ (সহিহ ইবনে খুজাইমা: ১৮৮৭)

উপরোক্ত হাদিসের ভিত্তিতে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য হলো— ১) أشهد أن لا إله إلا الله ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা। ২) ক্ষমা প্রার্থনা করার জন্য أستغفر الله ‘আস্তাগফিরুল্লাহ’ বলা। ৩) জান্নাত প্রার্থনা করা করা তথা اللَّهُمَّ إِنِّي أَسْئَلُكَ الْجَنَّةَ ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ’ বলা এবং ৪) জাহান্নাম থেকে মুক্তি কামনা তথাاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ النَّارِ ‘আল্লাহুম্মা ইন্নী আউজু বিকা মিনান নার’ বলা।

বাক্যগুলো মিলিয়ে একত্রেও পড়া যাবে, আবার ইচ্ছে করলে আলাদা আলাদাও পড়া যাবে। একত্রে এভাবে পড়া যায়—أشهد أن لا إله إلا الله أستغفر الله اللَّهُمَّ إِنِّي أَسْئَلُكَ الْجَنَّةَ وَ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ উচ্চারণ: ‘আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু আসতাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান নার।’ অর্থ: ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আমি আল্লাহর কাছে মাফ চাই। আমি আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।’

আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানের দিনে নবীজির নির্দেশনা অনুযায়ী উল্লেখিত চারটি কালেমা বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।