images

ইসলাম

নবদম্পতির জন্য যে দোয়া করবেন

ধর্ম ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম

এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করা, শুভ মুহূর্তে অভিনন্দন জানিয়ে দোয়া করা সুন্নত। রাসুলুল্লাহ (স.) নবদম্পতির জন্য এই বলে দোয়া করতেন—

بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ উচ্চারণ; ‘বা-রাকাল্লা-হু লাকা ওয়া বা-রাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফী খাইর।’ অর্থ: ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (স.) বিয়ে উপলক্ষে কাউকে মোবারকবাদ জানিয়ে এই দোয়া পড়তেন। (সুনানে তিরমিজি: ১০৯১; বুলুগুল মারাম: ৯৭২)

আরও পড়ুন: দাওয়াত খেয়ে যে দোয়া পড়বেন

মহানবী (স.)-এর অনুসরণে উম্মতে মুসলিমারও নব দম্পতির জন্য এই দোয়া করা উত্তম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবীর শেখানো দোয়ার মাধ্যমে নব-দম্পতির কল্যাণে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।