images

ইসলাম

অজুর পর যে দোয়া পড়লে জান্নাতের ৮টি দরজাই খুলে যায়

ধর্ম ডেস্ক

২৮ নভেম্বর ২০২২, ০৪:৫৫ পিএম

নামাজের সময়, কোরআন তেলাওয়াতের আগে প্রতিদিন আমরা সাধারণত অজু করি। অজু করে একটি দোয়া পাঠ করুন। তাতেই জান্নাতের সব দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। দোয়াটি হলো— اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ ‘আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিনা ওয়াজ আলনি মিনাল মুতাত্বহহিরিন।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন।’ 

তিরমিজির বর্ণনা অনুযায়ী, দোয়াটি পড়ার আগে শাহাদাহ পাঠ করতে হবে। তারপর দোয়াটি পড়তে হবে। উমর ইবনে খাত্তাব (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর বলে, ‘আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ’ পড়ে উল্লেখিত দোয়া পড়বে, তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামতো যেকোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে।’ (তিরমিজি: ৫৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অজুশেষে যথাযথ নিয়মে দোয়াটি নিয়মিত পাঠ করার তাওফিক দান করুন এবং হাদিসে বর্ণিত ফজিলত দান করুন। আমিন।