images

ইসলাম

২১ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র আখেরি চাহার সোম্বা 

ধর্ম ডেস্ক

২৯ আগস্ট ২০২২, ১২:৪৫ এএম

২১ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে। দেশের আকাশে রোববার ১৪৪৪ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী সোমবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত  নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। 

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখার  সংবাদ পাওয়া গেছে। 

rasul(s.)এ হিসেবে আজ সোমবার ১৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ আগস্ট  থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে।

আখেরি চাহার সোম্বা মুসলমান কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। 

১১ হিজরির শুরুতে রাসুলুল্লাহ (স.) গুরতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার মহানবী (স.) সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার।

এই দিন কিছুটা সুস্থবোধ করায় মহানবী গোসল করেন এবং নামাজে ইমামতি করেন। মদীনাবাসী এই খবরে আনন্দ-খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং দলে দলে এসে প্রিয় নবী (স.) কে একনজর দেখে গেলেন। সকলে তাদের সাধ্যমতো দান-সাদকা করলেন, শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করলেন।

এজেড