images

ইসলাম

চোখ-কান-অন্তরের অনিষ্ট থেকে বাঁচার দোয়া

ধর্ম ডেস্ক

২১ আগস্ট ২০২২, ০৬:৪৬ পিএম

মানবজীবনের নানা ফিতনার মধ্য থেকে অঙ্গ-প্রত্যঙ্গের ফিতনা অন্যতম। আল্লাহর কাছে এই ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার জন্য উম্মতকে দোয়া শিখিয়েছেন প্রিয়নবী (স.)। নিচে অঙ্গ-প্রত্যঙ্গ বা চোখ-কান-চোখ-অন্তর ও বীর্যের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার দোয়াটি উল্লেখ করা হলো।

অঙ্গ-প্রত্যঙ্গের ফিতনা থেকে বাঁচার দোয়া
اللهَّم إني أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَشَرِّ بَصَرِي، وَشَرِّ لِسَانِي، وَشَرِّ قَلْبِي، وَشَرِّ مَنِيِّي ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ী, ওয়া শাররি বাসারী, ওয়া শাররি লিসানী, ওয়া শাররি ক্বলবী, ওয়া শাররি মানিয়্যী।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আমার কান, চোখ, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।’

শাকাল ইবনে হুমায়দ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.) -এর কাছে এসে বললাম, হে আল্লাহর রাসুল, আমাকে এমন এক আশ্রয় প্রার্থনার দোয়া শিক্ষা দিন, আমি যা দিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে বললেন, তুমি বলো, হে আল্লাহ, আমি আমার কান, চোখ, জিহ্বা, অন্তর ও বীর্যের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। বর্ণনাকারী বলেন, আমি তা মুখস্থ করে নিয়েছি। (নাসায়ি: ৫৪৪৪)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ফিতনার যুগে উপরোক্ত দোয়াটি নিয়মিত আমল করার তাওফিক দান করুন। আমিন।