images

ইসলাম

পাপাচারী ছাড়া কেউ মজুত করে না: দ্রব্যমূল্য নিয়ে আজহারীর কড়া বার্তা

ধর্ম ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অসাধু উপায়ে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করার বিষয়টিকে ‘বড় জুলুম’ হিসেবে আখ্যায়িত করেছেন জনপ্রিয় ইসলামি স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, মানুষের কষ্টকে পুঁজি করে মুনাফা করা কখনো হালাল হতে পারে না।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মজুতদারি নিয়ে এই কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের সমালোচনা

মিজানুর রহমান আজহারী বলেন, ‘ইচ্ছাকৃতভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং সুযোগ বুঝে দাম বাড়ানো অনৈতিক কাজ। এটি স্বল্প আয়ের মানুষের ওপর একটি বড় জুলুম।’

তিনি আরও উল্লেখ করেন যে, কিছু সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীর লোভের কারণে অযৌক্তিকভাবে জিনিসের দাম বাড়ানো হয়, যার চরম মূল্য দিতে হয় সাধারণ মানুষকে- বিশেষ করে দিনমজুর, নিম্নআয়ের পরিবার এবং অসহায় ও দরিদ্রদের। এর ফলে একদিকে জীবনযাত্রার ব্যয় বাড়ে, অন্যদিকে সাধারণের জন্য সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে।

আরও পড়ুন: দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী

পণ্য মজুতদারি নিয়ে রাসুলুল্লাহ (স.)-এর হুঁশিয়ারি

তার ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে আজহারী একটি ছবিও সংযুক্ত করেছেন, যেখানে পণ্য মজুতদারির ভয়াবহতা নিয়ে সহিহ মুসলিমের একটি হাদিস তুলে ধরা হয়েছে। হাদিসটি হলো- মামার ইবনু আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘পাপাচারী লোক ব্যতীত কেউ গুদামজাত করে না।’ (সহিহ মুসলিম: ১৬০৫)

তিনি বলেন, ইসলাম এই জুলুমকে কঠোরভাবে নিষেধ করেছে। ইচ্ছাকৃতভাবে পণ্য গুদামজাত করে সংকট তৈরি করা শুধু অনৈতিকই নয়, বরং সরাসরি মানুষের হক নষ্ট করা। আল্লাহর কাছে এটি একটি মারাত্মক অপরাধ।

আরও পড়ুন: হত্যাকারীরা সাবধান! আজহারীর সতর্কবার্তা 

অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের আহ্বান

সবশেষে তিনি এই অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিই। নিজে বিরত থাকি, অন্যকেও বিরত থাকার আহ্বান জানাই। কারণ মানুষের কষ্টকে পুঁজি করে লাভ করা কখনো হালাল হতে পারে না।’

মিজানুর রহমান আজহারীর এই সময়োপযোগী পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা তার এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।