images

ইসলাম

হজ ২০২৬: অবশিষ্ট প্যাকেজ টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

ধর্ম ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন ব্যক্তিদের হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমাদানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যে বিষয়গুলো না জানার কারণে মানুষ হজ আদায়ে গড়িমসি করে

বলা হয়েছে, ‘হজ-২০২৬-এর যে সকল হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ এখনও জমা দেননি, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’

ধর্ম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এই সময়ের মধ্যে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে যাবে।