images

ইসলাম

মুজদালিফায় রাত কাটাচ্ছেন হাজিরা

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই ২০২২, ০১:১৪ এএম

আরাফাত ময়দান থেকে মুজদালিফায় এসেছেন হাজিরা। এরপর মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সেখানে রাত কাটাচ্ছেন সারাবিশ্ব থেকে হজ করতে যাওয়া লাখো ধর্মপ্রাণ মুসলমান।

এর আগে হজের খুতবা শেষে জোহর ও আছরের নামাজ আদায়ের পর আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। মাগরিব পর্যন্ত সেখানে অবস্থানের পাশাপাশি তাওবা-ইসতেগফার ও দোয়ায় মশগুল থাকেন। কেননা আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন।

সূর্য ডোবার পরপর মাগরিব না পরেই মুজদালিফার উদ্দেশে আরাফাতের ময়দান ত্যাগ করেন আল্লাহর মেহমানরা। ইতোমধ্যে যারা মুজদালিফায় পৌঁছেছেন তারা এক আজান ও আলাদা আলাদা ইক্বামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করেছেন। আর যারা এখনো পৌঁছাননি তারা এসে দুই ওয়াক্তের নামাজ একসঙ্গে আদায় করবেন।

arafat-1

এর আগে প্রায় ১০ লাখ হজ পালনকারী আরাফার ময়দানে সমবেত হন। ধবধবে সাদা ইহরাম কাপড় পরা মুসল্লিরা জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করেন।

ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সারা বিশ্ব থেকে এবার ১০ লাখ হাজি যোগ দেন হজে। হাজিদের বিভিন্ন রকম সেবা দিতে কাজ করছে সৌদি সরকার।

আল্লাহর ভালোবাসায় উদ্ভাসিত লাখো মুসল্লির উপস্থিতিতে আরাফাতের সব প্রান্তর ছিল কাণায় কাণায় পূর্ণ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ানিন মাতা লাকা ওয়ালমুলকা লা শারিকালাক।’

islam-2

এর বাংলা অর্থ হচ্ছে, ‘আমি হাজির। হে আল্লাহ আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সব সাম্রাজ্য তোমার। তোমার কোনো শরিক নেই।’ হাজিদের এমন ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফাতের ময়দান।

এখন মুজদালিফায় রাতযাপনের পর সকালে আবার মিনায় ফিরবেন আল্লাহর মেহমানরা। মিনায় নিক্ষেপ করা পাথর এখান থেকে সংগ্রহ করবেন তারা।

মিনায় জামারা কুবরায় পাথর নিক্ষেপ করে চুল কাটবেন। অতঃপর পশু কোরবানি করবেন। পশু কোরবানির মাধ্যমে হজের ইহরাম থেকে মুক্ত হবেন। অতঃপর মক্কায় ফিরে তাওয়াফ করবেন।

এমআর