ধর্ম ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম
আজকের ভূমিকম্পকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নৈতিক ও ধর্মীয় বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জীবন, আমল ও আত্মশুদ্ধির প্রসঙ্গ তুলে ধরে প্রশ্ন করেন- যদি ভূমিকম্পটি আরও প্রবল হতো, তাহলে মানুষের শেষ আমল কী অবস্থায় থাকত?
আজহারী লেখেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো।’
আরও পড়ুন: ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে: আজহারী
তিনি আরও বলেন, ‘এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে’। তাই সঠিক পথের দিকে ফিরে আসার সুযোগ এখনো রয়েছে বলে তিনি মনে করিয়ে দেন।
স্ট্যাটাসে তিনি সুরা মুলকের ১৬ নম্বর আয়াত উদ্ধৃত করে সতর্কতার বার্তা তুলে ধরেন- ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে?’
আরও পড়ুন: দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী
মিজানুর রহমান আজহারীর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার ও আলোচিত হচ্ছে। অনেক ব্যবহারকারী এটিকে সময়োপযোগী একটি আধ্যাত্মিক সতর্কবার্তা হিসেবে দেখছেন এবং নিজেদের আমল শুধরে নেওয়ার অঙ্গীকার করছেন।
ভূমিকম্পের মতো প্রাকৃতিক ঘটনাগুলোকে অনেক ধর্মীয় ব্যক্তিত্বই আল্লাহর কুদরত ও সতর্কতা হিসেবে ব্যাখ্যা করে থাকেন, যা মানুষের অন্তরে তাকওয়া বা আল্লাহভীতি সৃষ্টির উদ্দেশ্যে বলা হয়। আজহারীর এই বক্তব্যও সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে।