images

ইসলাম

কোরআন-হাদিস মুখস্থ করতে চান? জেনে নিন স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

ধর্ম ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

ইসলামি জ্ঞান চর্চায় কিছু বিষয় মুখস্থ করার গুরুত্ব রয়েছে। যেমন- কোরআন, হাদিস, দোয়া এবং শরিয়তের মৌলিক নির্দেশনাসমূহ মুখস্থ করা প্রতিটি মুসলিমের জন্য বড়ই ফজিলতপূর্ণ কাজ। এটি শুধু ধর্মীয় দায়িত্ব পালন সহজ করে না, বরং দাওয়া, পথনির্দেশনা ও সমাজ সংস্কারের ক্ষেত্রেও কার্যকারিতা বৃদ্ধি করে।

দ্বীনি ইলম মুখস্থ করার ফজিলত

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন, যে আমার কথা শুনেছে, তা মুখস্থ করেছে, সংরক্ষণ করেছে এবং অন্যের নিকটে পৌঁছে দিয়েছে।’ (সুনানে তিরমিজি: ২৬৫৮; সিলসিলাহ সহিহাহ: ৪০৪) হাদিসে আরও এসেছে, ‘যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তা মুখস্থ করেছে, অতঃপর কোরআন যা হালাল করেছে, সে নিজের জন্য তা হালাল করেছে এবং কোরআন যা হারাম করেছে, সে নিজের জন্য তা হারাম করেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন ১০ জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে, তাদের পরিণাম জাহান্নাম অবধারিত ছিল।’ (তিরমিজি: ২৯০৫; ইবনে মাজাহ: ২১৫)

আরও পড়ুন: জমজমের পানি যে নিয়তে পান করতেন মনীষীরা

ইসলামের আলোকে স্মৃতিশক্তি বৃদ্ধির ৫ টিপস

১. গুনাহ থেকে দূরে থাকা

গুনাহ স্মৃতিশক্তি দুর্বল করে। ইমাম শাফেয়ি (রহ.) বলতেন- ‘ইলম হলো নূর (আলো), আর আল্লাহর নূর গুনাহগারের জন্য দেওয়া হয় না।’ (খতিব আল-জামে: ২/৩৮৭)

২. নিয়মিত জিকির-আজকার

আল্লাহ তাআলা বলেন, ‘যখন ভুলে যাও, তখন আল্লাহর জিকির করো।’ (সুরা কাহাফ: ২৪) এক্ষেত্রে নিয়মিত ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ও ‘আল্লাহু আকবর’ পাঠ করা যেতে পারে। এতে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে ইনশাআল্লাহ।

৩. উপকারী খাদ্য গ্রহণ

হাদিসে কিছু খাবারের মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধি করার পরামর্শ রয়েছে। যেমন- যেমন- মধু ও কিসমিস খাওয়া। ইমাম জুহরি বলেন, তুমি মধু খাবে; কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন: যে হাদিস মুখস্থ করতে চায় সে যেন কিসমিস খায়। (খতিব আল-বাগদাদির আল-জামে: ২/৩৯৪) আলেমগণ আরও বলেন, অম্লজাতীয় খাবার স্মৃতিশক্তির জড়তা ও মুখস্থশক্তির দুর্বলতা বাড়ায়।

আরও পড়ুন: প্রিয়নবীজির পছন্দের ১৫ খাবার

৪. শিঙ্গা চিকিৎসা (হিজামা)

প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিজামা স্মরণশক্তির জন্য কার্যকর। বিশেষজ্ঞরা স্মৃতি দুর্বল শিক্ষার্থীদের হিজামার পরামর্শ দেন।

৫. নিয়মিত দোয়া পড়া

রাসুল (স.) স্মরণশক্তি বৃদ্ধির যে দোয়া শিক্ষা দিয়েছিলেন তা হলো- رَّبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: ‘রাব্বি যিদনি ইলমা’ অর্থ: ‘হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন।’ (সুরা ত্বহা: ১১৪) নিয়মিত এই দোয়া পড়লে আল্লাহ তাআলা জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি করেন।

ইসলামি জ্ঞান অর্জন ও সংরক্ষণে শক্তিশালী স্মৃতিশক্তি খুব প্রয়োজন। উপরোক্ত পদ্ধতিগুলো নিয়মিত অনুশীলন করলে আমরা কোরআন ও হাদিসের মূল্যবান জ্ঞান সংরক্ষণ এবং প্রয়োগে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান অর্জন ও সংরক্ষণ করার তাওফিক দান করুন। আমিন।