images

ইসলাম

মুসলিম উম্মাহর দুর্দশায় উদাসীনরা মুমিন নয়: শায়খ সুদাইস

ধর্ম ডেস্ক

২৯ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম

পবিত্র মক্কার মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস জুমার খুতবায় মুসলিম উম্মাহর বর্তমান সংকট, বিশেষ করে ফিলিস্তিন ও গাজার পরিস্থিতি নিয়ে একটি জোরালো বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, ‘যে ব্যক্তি মুসলমানদের বিষয়াদিতে উদাসীনতা দেখায়, সে মুমিনদের দলভুক্ত নয়।’ তাঁর এই বক্তব্য বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শায়খ সুদাইস তাঁর ভাষণে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন:

মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব: তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমদের একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়া অপরিহার্য।

ফিলিস্তিনের সংকট: শায়খ সুদাইস গাজার ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং মানবিক বিপর্যয় মোকাবিলায় মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: গাজায় হামলার নিন্দা জানিয়ে কাবার ইমামের বিবৃতি

সাহায্য ও সমর্থনের গুরুত্ব: তিনি মাজলুম মুসলিমদের জন্যে দোয়ার পাশাপাশি অর্থনৈতিক সহায়তা, সচেতনতা সৃষ্টি এবং রাজনৈতিকভাবে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মুসলিম নেতাদের প্রতি আহ্বান: তিনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান এবং তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের জন্য কাবার ইমামের দোয়া 

শায়খ সুদাইসের এই বক্তব্য বর্তমান সময়ে মুসলিম বিশ্বের মধ্যে থাকা বিভেদ ও নিরাসক্তির বিরুদ্ধে একটি জোরালো বার্তা বহন করে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মুসলিমদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমদের পক্ষে সোচ্চার হতে উদ্বুদ্ধ করেন। তার এই আহ্বান মুসলিম উম্মাহকে তাদের সম্মিলিত দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলতে অনুপ্রেরণা যোগায়।