images

ইসলাম

ইসলামে ‘দৃঢ়তা’ অনেক মূল্যবান গুণ

ধর্ম ডেস্ক

২৪ জুন ২০২২, ১১:৪৯ এএম

দৃঢ়তা অনেক বড় বিষয়। এর গুরুত্ব বোঝা কঠিন। দুনিয়াবি জীবনেও দেখা যায়, জনপ্রিয়তার শীর্ষে থাকা লোকটিও দৃঢ়তার অভাবে হুট করে পড়ে যান। আবার কেউ নিজেও জানেন না যে, তাঁর মধ্যে এই গুণটি বিদ্যমান। ফলে অজান্তেই তিনি আলো ছড়িয়ে যান।

পরকালীন সাফল্যেরও অন্যতম মাধ্যম এই দৃঢ়তা। মুমিন মাত্রই বিশ্বাসে, কথায় ও কর্মে দৃঢ়চেতা বা অবিচল হবেন। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাক্বাফি (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমাকে ইসলাম সম্পর্কে এমন কথা বলে দিন, আপনার পরে আর কাউকে যেন জিজ্ঞেস করতে না হয়।রাসুলুল্লাহ (স.) বললেন, ‘বলো- “আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম”, অতঃপর এর ওপর দৃঢ় থাকো।’ (আহমদ: ১৫৪৫৪; মুসলিম: ৩৮, ঈমান অধ্যায়)

ফেরেশতারা দৃঢ়চেতা ব্যক্তিদের বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। অতঃপর তাতে অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না ও চিন্তিত হয়ো না। আর তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো’। ‘ইহকাল ও পরকালে আমরা তোমাদের বন্ধু। আর সেখানে তোমরা যা আকাঙ্ক্ষা করবে, তাই তোমাদের হবে, যা চাইবে তা-ই পাবে।’ (সুরা হা মিম সাজদাহ: ৩০-৩১)

এর ব্যাখ্যা হলো- তুমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করো, অন্যকে শরিক করো না। আর আল্লাহর বিধানসমূহ মেনে চলার ব্যাপারে দৃঢ় থাকো। দুনিয়াবি স্বার্থের সঙ্গে আপোষ করো না। তাই আল্লাহ তাআলা বলছেন, ‘তবে কি তারা জাহেলিয়াতের বিচার-ফায়সালা কামনা করে? অথচ দৃঢ় বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে?’ (সুরা মায়েদা: ৫০)

দৃঢ়তা বা স্থিরতার আরবি প্রতিশব্দ হলো ইস্তেকামাত। দীন ইসলামের দাবি হচ্ছে- এর ওপর দৃঢ় থাকা—এজন্যই আল্লাহ তাআলা তাঁর দীনকে মুস্তাকিম বলেছেন। যার অর্থ সরল ও সুদৃঢ় পথ। অর্থাৎ এই দীন ভঙ্গুর নয়, পরিবর্তনশীল নয়, যা কারো অনুগামী নয়, বরং তার অনুসারী হতে হবে সবাইকে। যা যুগের হাওয়ায় পরিবর্তন হয় না। এই দীনে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করার সুযোগ নেই। সুখে-দুখে সর্বাবস্থায় আল্লাহর ওপর খুশি ও তাঁর ওপরই ভরসা করে তাঁরই আদেশ-নিষেধ মেনে চলতে হবে। 

আল্লাহ তাআলা বলেন, ‘আর এটিই আমার সরল পথ। অতএব তোমরা এ পথেরই অনুসরণ করো। অন্যান্য পথের অনুসরণ করো না। তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্যুত করে দেবে। এসব বিষয় তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা (ভ্রান্ত পথ থেকে) বেঁচে থাকতে পারো।’ (সুরা আনআম: ১৫৩)

আল্লাহ তাঁর নবীকে নির্দেশ দেন, ‘অতএব তুমি যেভাবে আদিষ্ট হয়েছ, সেভাবে সুদৃঢ় থাকো এবং সেসব লোকেরাও যারা (কুফুরি হতে) তওবা করে তোমার সঙ্গে রয়েছে; আর সীমালঙ্ঘন করো না। নিশ্চয় তিনি তোমাদের কার্যকলাপ সম্যকভাবে প্রত্যক্ষ করেন।’ (সুরা হুদ: ১১২)

অতএব বুঝা গেলো—দীনের ওপর দৃঢ়তা ছাড়া প্রকৃত সফলতা অর্জন হবে না। বিশ্বাসের মধ্যে ইখলাস না থাকলে, অবিচলতা না থাকলে কথা ও কাজ কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। ফলে ওসব ব্যক্তি ইহকাল ও পরকালে ব্যর্থ হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দীনের ওপর দৃঢ় থাকার তাওফিক দান করুন। আমিন।