images

ইসলাম

গাজার শিশুদের ক্ষুধায় মৃত্যু: শায়খ আহমাদুল্লাহর আর্তনাদ

ধর্ম ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম

গাজায় অসহায় শিশুরা দীর্ঘদিন ধরে অনাহারে মৃত্যুবরণ করছে, যা মানবতার বিবেকের কলঙ্ক হিসেবে উল্লেখ করে ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে বলেন, ‘আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখেই আমরা দিশেহারা হয়ে যাই, অথচ গাজার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে।’

তিনি এ অবস্থাকে মানবতাবিরোধী হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে মানবাধিকার সংস্থা, আরববিশ্ব, জাতিসংঘ ও বিশ্বনেতাদের নীরবতাকে অবমাননাকর বলে মন্তব্য করেন। 

আরও পড়ুন: গাজা ইস্যুতে মুসলিম নেতাদের মুনাফেকি নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে, পৃথিবীর একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে।’

আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি বলেন, ‘হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো।’

আরও পড়ুন: আয়নাঘরের বিভীষিকা যেন আর ফিরে না আসে: শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহর এই স্ট্যাটাস মানবাধিকার লঙ্ঘন ও মানবিক সংকটের প্রতি বিশ্বমঞ্চে সতর্কবার্তা প্রদান করেছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।