images

ইসলাম

উত্তরার দুর্ঘটনায় আজহারীর শোক ও দোয়া

ধর্ম ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এ পর্যন্ত ১৯ জন মারা গেছেন এবং আহত হয়েছেন শতাধিক। যাদের মধ্যে অধিকাংশ শিশু। দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এই ঘটনার প্রেক্ষিতে দেশের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়বিদারক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

আজহারীর স্ট্যাটাসে দোয়া ও সহানুভূতি

দুর্ঘটনার পর বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আজহারী লেখেন- ‘হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।’ এই স্ট্যাটাসে হাজারো মানুষ দোয়া, সমবেদনা এবং শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্ত: শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও প্রার্থনা

ধর্মীয় ও সামাজিক প্রতিক্রিয়া

আজহারী ছাড়াও বিভিন্ন ইসলামি স্কলার, দাঈ ও সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের জন্য দোয়ার পাশাপাশি, অনেকেই ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সরকারি পদক্ষেপ

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আহতদের মধ্যে অনেককে সিএমএইচ ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও তদন্ত ও সহায়তার ঘোষণা এসেছে।

উত্তরার এই দুর্ঘটনা গোটা জাতির জন্য এক কঠিন আত্মজিজ্ঞাসার মুহূর্ত। শীর্ষ ধর্মীয় নেতাদের মতো ড. মিজানুর রহমান আজহারীর দোয়া ও সহানুভূতি জাতিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি একটি মানবিক বার্তা দেয়—আমরা সবাই এই শোকের অংশীদার।