ধর্ম ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। এ ঘটনায় বহু কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।’
শায়খ আহমাদুল্লাহ ছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য দোয়া চেয়েছেন। অনেকেই এই ধরনের দুর্ঘটনা রোধে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ
ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উত্তরার এই দুর্ঘটনা গোটা জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আলেম সমাজ, শিক্ষক, অভিভাবকসহ সকল মহল থেকেই দোয়া, সহানুভূতি ও দ্রুত নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি উঠছে। শায়খ আহমাদুল্লাহর মতো ধর্মীয় নেতাদের মানবিক আহ্বান সমাজকে ঐক্যবদ্ধ ও সহানুভূতিশীল করে তোলে।