ধর্ম ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম
পবিত্র কাবা শরিফ মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু এবং ইসলামের ইতিহাস, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। এই পবিত্র স্থানকে ঘিরে যুগ যুগ ধরে গভীর শ্রদ্ধা ও আবেগের পাশাপাশি কিছু রহস্যময় কাহিনিও প্রচলিত রয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাবার নিচে ‘গুপ্তধনের কক্ষ’, ‘অতিপ্রাকৃত সুড়ঙ্গ’ বা ‘ইমাম মাহদির গোপন ঘর’ সংক্রান্ত বিভিন্ন ভিত্তিহীন গল্প ছড়িয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে হারামাইন কর্তৃপক্ষের দাপ্তরিক নথি, ইসলামিক স্কলারদের গবেষণা এবং আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধানের ভিত্তিতে কাবা শরিফের নিচের প্রকৃত কাঠামো ও এর ব্যবহারিক উদ্দেশ্য সম্পর্কে একটি স্পষ্ট ও প্রামাণিক চিত্র উপস্থাপন করা হচ্ছে। এই প্রতিবেদনে আমরা কেবল যাচাইযোগ্য ঐতিহাসিক তথ্য এবং ইসলামি শরিয়াহসম্মত দৃষ্টিভঙ্গিই তুলে ধরব, যাতে পাঠকগণ সঠিক তথ্য জানতে পারেন এবং গুজব থেকে দূরে থাকতে পারেন।
১. জরুরি নিরাপত্তা সুড়ঙ্গ
১৯৭৯ সালের গ্র্যান্ড মসজিদ অবরোধ: সৌদি বিশেষ বাহিনী (Al-Mabahith) কাবার নিচের পূর্বনির্মিত সুড়ঙ্গ ব্যবহার করে অভিযান চালায়। এটি নিশ্চিত করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৮০ সালের গোপন নথি (রিপোর্ট নং ১৪৭, পৃষ্ঠা ৪৩-৪৫)।
বর্তমান ব্যবহার: জরুরি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য সীমিত প্রবেশাধিকার।
২. জল ব্যবস্থাপনা ব্যবস্থা
জমজম পাইপলাইন: কিং ফাহাদ ফাউন্টেন রিসার্চ ইনস্টিটিউটের ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী, কাবা সংলগ্ন ২.৫ কিমি দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন রয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ: উসমানীয় আমলে (১৫৯৫) নির্মিত ৮টি ভূগর্ভস্থ ড্রেনেজ চ্যানেল এখনও সক্রিয়। (সূত্র: তোপকাপি প্রাসাদ জাদুঘর, ইস্তাম্বুল)
আরও পড়ুন: কাবা শরিফ সম্পর্কে অবাক করা কিছু ঐতিহাসিক তথ্য
৩. রক্ষণাবেক্ষণ সুবিধা
কিসওয়া পরিবর্তন: হারামাইন কর্তৃপক্ষের ২০১৬ সালের ভিডিও ফুটেজে (GPH অফিসিয়াল ইউটিউব) দক্ষিণ দিকের সুড়ঙ্গপথ দিয়ে শ্রমিকদের প্রবেশ করতে দেখা যায়।
১. ‘হাজরে আসওয়াদ কাবার নিচে লুকানো’
বাস্তবতা: হাজরে আসওয়াদ কাবার পূর্ব কোণে স্থাপিত। ইতিহাসে এটি ক্ষতিগ্রস্ত হলে টুকরোগুলো সংরক্ষণ করা হয়েছে, কিন্তু কাবার নিচে নয়। সহিহ বুখারি (১৫৯৭) এ এর অবস্থান স্পষ্ট।
২. ‘ইমাম মাহদির গোপন কক্ষ’
সতর্কতা: কোরআন-হাদিসে এমন কোনো বর্ণনা নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা।
৩. ‘ফেরেশতাদের চলাচলপথ’
হাদিস বিশ্লেষণ: তাবরানির বর্ণনায় কাবাকে ‘আল্লাহর আরশের ছায়ায়’ বলা হয়েছে (মুজামুল কাবির ১২/৪০৫), যা রূপক অর্থে। ভূগর্ভস্থ পথের দাবির কোনো প্রমাণ নেই।
আরও পড়ুন: ইতিহাসের একমাত্র ব্যক্তি, যাঁর জন্ম কাবা শরিফের ভেতরে
জিও-রাডার স্ক্যান (২০১৮): কিং আব্দুলআজিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দল GPR প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত করেন, কাবার নিচে শুধু প্রাকৃতিক পাথরস্তর ও নির্মাণ সামগ্রী আছে। (সূত্র: Saudi Journal of Earth Sciences, Vol. 24)
১. কাবার মর্যাদা: ‘নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তা হলো মক্কায়।’ (সুরা আলে ইমরান: ৯৬)
২. জ্ঞানভিত্তিক আলোচনা: ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না।’ (সুরা বনি ইসরাইল: ৩৬)
শেষ কথা, কাবা শরিফের নিচে নিরাপত্তা, পানি নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণের সুড়ঙ্গ থাকলেও এগুলো কোনো রহস্য বা অতিপ্রাকৃত বিষয় নয়। ইসলাম আমাদেরকে প্রমাণসাপেক্ষ জ্ঞান অর্জন এবং অহেতুক কৌতূহল পরিহার করতে শেখায়।