ধর্ম ডেস্ক
২৪ জুন ২০২৫, ০১:৩৭ পিএম
শিশুর জন্মের পর তার মুখে মধু দেওয়া কি ইসলামে সুন্নত? অনেক জায়গায় এটি প্রচলিত থাকলেও ইসলামের দলিল-প্রমাণের আলোকে এটি পুরোপুরি সঠিক নয়। বরং নবজাতককে খেজুর চিবিয়ে মুখে দেওয়াই হাদিস দ্বারা প্রমাণিত এবং সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত।
হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (স.)-এর কাছে এক নবজাতককে আনা হলে তিনি খেজুর চিবিয়ে তা শিশুর মুখে রাখেন। হাদিসটি নিচে তুলে ধরা হলো—
عن أبي موسى قال: وُلِدَ لي غلامٌ فأتيتُ به النبيَّ ﷺ، فسمَّاه إبراهيم، فحنَّكه بتمرةٍ، ودعا له بالبركةِ، ودفعه إليَّ
অর্থ: আবু মুসা (রাঃ) বলেন, আমার একটি ছেলে জন্ম নিলে আমি তাকে নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গেলাম। তিনি তার নাম রাখলেন ইব্রাহিম। এরপর একটি খেজুর চিবিয়ে তাহনিক করলেন (তার মুখে দিলেন), তার জন্য বরকতের দোয়া করলেন এবং আমাকে ফিরিয়ে দিলেন। (সহিহ বুখারি: ৫৪৬৭)
এই প্রক্রিয়াকে বলা হয় ‘তাহনিক’, অর্থাৎ মিষ্টিজাত কিছু মুখে চিবিয়ে নরম করে নবজাতকের তালুতে আলতোভাবে মালিশ করা। এর মাধ্যমে শিশুর জন্য বরকতের দোয়া, মুখ খোলা ও স্বাদ গ্রহণের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
আরও পড়ুন: আকিকা নিয়ে কিছু ভুল ধারণা
ইমাম নববি (রহ.) বলেন, ‘সন্তান জন্মগ্রহণের পর খেজুর দিয়ে তাহনিক করা সুন্নত। যদি খেজুর না পাওয়া যায়, তবে অন্য মিষ্টি দ্রব্য দিয়েও এটি করা যায়। তিনি আরো বলেন, তাহনিক করা মুস্তাহাব (উত্তম)। এ বিষয়ে আলেমদের মধ্যে মতানৈক্য নেই। (শরহে মুহাজ্জাব: ৮/৪২৪)
নায়লুল আওতার ও ফাতহুল বারিতেও এ বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, খেজুর না পেলে অন্যকোনো নরম মিষ্টিজাত খাবার দ্বারা তাহনিক করা যেতে পারে। এটি বুজুর্গ ব্যক্তি কর্তৃক হওয়া উত্তম। (নায়লুল আউতার: ৫-৬/১৭৯)
আরও পড়ুন: সন্তানের প্রতি মা-বাবার ১১ দায়িত্ব
অনেকে মনে করেন, নবজাতককে সরাসরি মধু খাওয়ানো সুন্নত। অথচ এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) কোনো নির্দেশনা প্রদান করেননি। সাহাবিরা কেউ তা করেছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণ নেই।
তবে যদি খেজুর না পাওয়া যায়, তখন মধু দিয়ে চিবিয়ে নরম কোনো খাবার তাহনিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। সরাসরি চামচে করে মধু খাওয়ানো ইসলামি সুন্নতের অনুরূপ নয়।
মোটকথা, শিশুর জন্মের পর মুখে খেজুর চিবিয়ে দেওয়া—এটাই রাসুলুল্লাহ (স.)-এর সুন্নত, যাকে বলা হয় তাহনিক। মধু খাওয়ানো কোনো হাদিস বা সাহাবিদের আমলে নেই। তাই ধর্মীয়ভাবে খেজুর না পাওয়া গেলে অন্য মিষ্টি দ্রব্যে তাহনিক করা যেতে পারে, তবে মধু খাওয়ানোকে সরাসরি ‘সুন্নত’ বলা ভুল।