ধর্ম ডেস্ক
০৪ জুন ২০২৫, ০১:৫৩ পিএম
পবিত্র হজ মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। ৯ জিলহজ আরাফাতের ময়দানে খুতবা পেশ করা হয়, যা মুসলিমদের জন্য দিকনির্দেশনা প্রদান করে। আগে এই খুতবা শুধুমাত্র আরবি ভাষায় পেশ করা হতো, কিন্তু বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়, যাতে মুসলিমরা তাদের মাতৃভাষায় খুতবার বার্তা গ্রহণ করতে পারেন।
আপনি নিম্নলিখিত উপায়ে হজের খুতবা নিজের ভাষায় শুনতে পারেন।
মানারাতুল হারামাইন ওয়েবসাইট: বাংলাসহ বিভিন্ন ভাষায় খুতবার অনুবাদ শোনার জন্য ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিজের দেশের পতাকায় ক্লিক করুন। নুসুক অ্যাপ: অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে Nusuk App ডাউনলোড করে খুতবা শুনতে পারেন। ইউটিউব চ্যানেল: মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুতবার লাইভ সম্প্রচার পাওয়া যায়। এফএম রেডিও স্টেশন: সৌদি আরবের এফএম রেডিও স্টেশনগুলিতে খুতবার সম্প্রচার শোনা যায়।
আরও পড়ুন: চলতি মৌসুমে হজের খুতবা দেবেন যিনি
১. মানারাতুল হারামাইন ওয়েবসাইট ব্যবহার করুন। এই ওয়েবসাইটে আরাফার খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে ভাষা অপশনে গিয়ে ‘বাংলা’ নির্বাচন করুন।
২. Nusuk অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপ লিংক (Android): Nusuk App – Play Store অ্যাপ লিংক (iOS): Nusuk App – App Store অ্যাপ ইনস্টল করার পর ‘Live Khutbah’ অপশনে যান এবং ভাষা হিসেবে বাংলা নির্বাচন করুন।
আরও পড়ুন: হজ কবুলের জন্য যেসব আমলে গুরুত্ব দেবেন
৩. হজের খুতবার ইউটিউব লাইভ দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুতবার সময় লাইভ সম্প্রচারে ভাষা নির্বাচন ফিচার থাকে। সেখান থেকে বাংলা ভাষা বেছে নিন।
৪. এফএম রেডিওর মাধ্যমে শুনুন (সৌদি আরবে অবস্থানরতদের জন্য)। সৌদি আরবে অবস্থান করলে হজ উপলক্ষে নির্ধারিত এফএম রেডিও চ্যানেল (যেমন: 105.5 FM) ব্যবহার করে বাংলা ভাষায় অনুবাদ শোনা যায়। স্থানীয় হজ গাইড বা হজ অফিস থেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি জেনে নিন।
এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলিম তাদের মাতৃভাষায় হজের খুতবার বার্তা গ্রহণ করতে পারছেন, যা তাদের ধর্মীয় অনুভূতি ও জ্ঞানে সমৃদ্ধি আনছে।