images

ইসলাম

বাজিতপুরে ইসলামিক কমপ্লেক্সে সপ্তাহব্যাপী হিফজ প্রশিক্ষণ কোর্স

ঢাকা মেইল ডেস্ক

২৭ মে ২০২৫, ০৯:২৯ পিএম

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জের বাজিতপুর ইসলামিক কমপ্লেক্সে সাত দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২১ মে থেকে শুরু হওয়া এই কোর্স শেষ হয় আজ মঙ্গলবার (২৭ মে)।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখুল কুররা আব্দুল হক।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক হাফেজ কারী আবু সালে মুহাম্মদ মুসা।

আরও উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক ও স্বনামধন্য কারী মাওলানা আব্দুল কাদের।

মাদরাসা থেকে বিপুলসংখ্যক ছাত্র-শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

BB

প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শাইখুল কুররা আব্দুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিতপুর ইমাম উলামা পরিষদের সভাপতি শাইখুল হাদিস আব্দুল্লাহ আহাদ এবং বাজিতপুর ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুস সোবহান আযহারী।

কমপ্লেক্সে প্রতি বছরই এই হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

জেবি