আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৫, ০৯:০৭ পিএম
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেলেও চাঁদ দেখা যায়নি মালয়েশিয়া ও ব্রুনাইয়ে। এতে ইন্দোনেশিয়ায় ৬ জুন ঈদুল আজহা পালিত হলেও মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ হবে ৭ জুন শনিবার।
মঙ্গলবার (২৭ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। আর ঈদ হবে ৬ জুন।
ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গেলেও মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি। ফলে এ দুটি দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।
এদিকে চাঁদ দেখার প্রস্তুতি চলছে সৌদি আরবে। এই চাঁদ দেখার ওপর নির্ভর করছে পবিত্র হজ এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ। জিলহজ মাসের ৯ তারিখে হজ এবং ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।
খালিজ টাইমসের খবরে বলা হয়, সৌদি আরব সরকারের পক্ষ থেকে চাঁদ দেখার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জোতির্বিজ্ঞানীরা অপেক্ষা করছেন চাঁদ দেখার।
আজ সৌদি আরবে চাঁদ দেখা গেলে আগামী ৫ জুন বৃহস্পতিবার পবিত্র হজ এবং ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে।
জেবি