images

ইসলাম

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখার গুরুত্ব

ধর্ম ডেস্ক

২৭ মে ২০২৫, ০৬:২১ পিএম

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ পালিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এই তারিখটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। সে কারণে ঈদের দিন নির্ধারণে চাঁদ দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে এখন চাঁদ দেখার অপেক্ষা চলছে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রস্তুতি

বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক প্রস্তুত রয়েছে। আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, ‘চাঁদ দেখা সংক্রান্ত যেকোনো তথ্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও সংগ্রহ করা হবে এবং তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে তা বিবেচনায় নেওয়া হবে।’ ২৮ মে চাঁদ দেখা গেলে ২০২৫ সালের ঈদুল আজহা পালিত হবে ৭ জুন (শনিবার)। চাঁদ দেখা না গেলে ৮ জুন ঈদুল আজহা পালিত হবে।

আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৫ কত তারিখে বাংলাদেশে?

সৌদি আরবের চাঁদ দেখা ও বাংলাদেশের প্রভাব

হজ অনুষ্ঠিত হয় সৌদি আরবে। সৌদি আরব যদি ২৮ মে জিলহজ মাস শুরু করে, তাহলে সেখানে ঈদুল আজহা পড়বে ৬ জুন। তবে বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন সৌদি আরবের একদিন পরে হতে পারে। সৌদি আরবের চাঁদ দেখার ওপর বাংলাদেশের হজ যাত্রীদের আনুষ্ঠানিকতা নির্ভর করে, কিন্তু ঈদের দিন নির্ধারণে বাংলাদেশ নিজস্ব চাঁদ দেখার নিয়ম অনুসরণ করে।

কেন চাঁদ দেখা গুরুত্বপূর্ণ?

ইসলামি শরিয়ত অনুযায়ী, হিজরি মাস চাঁদ দেখে নির্ধারণ করতে হয়। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘তোমরা চাঁদ দেখে রোজা পালন করো এবং চাঁদ দেখে ঈদ করো।’ (বুখারি: ১৯০৯; মুসলিম: ১০৮১) এ থেকে বোঝা যায়, ঈদের দিন গণনায় চাঁদ দেখা সরাসরি শরিয়তসম্মত পদ্ধতি।

আরও পড়ুন: জিলহজে চুল-নখ না কাটা সুন্নত, মোস্তাহাব নাকি আবশ্যক?

জনসচেতনতামূলক অনুরোধ

ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য জনগণের সহায়তা কামনা করে থাকে। কোনো ব্যক্তি বা স্থান থেকে চাঁদ দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয় ফাউন্ডেশনের তরফ থেকে। এ বছরও একই নিয়ম অনুসরণ করা হয়েছে। চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ এ তথ্য দিতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখা যেমন ধর্মীয় রীতি, তেমনি তা সামাজিক ও রাষ্ট্রীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। জনসাধারণকে উৎসব আয়োজনের প্রস্তুতি নিতে এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হয়। তাই ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয় চাঁদ দেখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।