ধর্ম ডেস্ক
২৬ মে ২০২৫, ০৩:৫৩ পিএম
মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২০২৫ সালের সম্ভাব্য তারিখ নির্ধারণ হবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২৭ মে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
যদি ওই দিন চাঁদ দেখা যায়, তাহলে জিলহজ মাস শুরু হবে ২৮ মে, বুধবার থেকে। সে অনুযায়ী, ১০ জিলহজ পড়বে ৬ জুন, শুক্রবার এবং সেই দিন মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে ২৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং জিলহজ মাস গণনা শুরু হবে ২৯ মে থেকে। সেক্ষেত্রে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার।
আরও পড়ুন: এবারের হজে সৌদির রাজকীয় অতিথি ১৩০০ নারী-পুরুষ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
কুয়েতের আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, জিলহজের চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে। তাদের গবেষণা অনুযায়ী, চাঁদটি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য রাজধানীতেও ৪০ থেকে ৫৮ মিনিট সময়কাল ধরে দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই হিসাবে ঠিক থাকলে পবিত্র হজের মূল দিন—আরাফাহ দিবস—বৃহস্পতিবার (৫ জুন) পড়বে, আর এর পরদিন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা। এই হিসাবমতে, বাংলাদেশে শনিবার ঈদুল আজহা পালিত হতে পারে। তবে, সবকিছুই নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদের তারিখ স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের এক বা দুই দিন পরে হতে পারে। (সূত্র: গালফ নিউজ)
আরও পড়ুন: জিলহজের প্রথম ১০ দিনের ফজিলতপূর্ণ ১০ আমল
মধ্যপ্রাচ্যে ১৪৪৬ হিজরির জিলহজ মাসের নতুন চাঁদের সংযুক্তি (new moon conjunction) ঘটবে ২০২৫ সালের ২৭ মে মঙ্গলবার, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিটে। এ সময় চাঁদ ও সূর্য একই রেখায় অবস্থান করে, ফলে খালি চোখে চাঁদ দেখা যায় না। এ মুহূর্তকেই বলা হয় নতুন চাঁদের “জন্ম”।
সংযুক্তির পর সাধারণত ১২–২৪ ঘণ্টা পরে চাঁদ দৃষ্টিগোচর হয়। ফলে মধ্যপ্রাচ্যে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর বাংলাদেশে সম্ভাবনা বেশি ২৮ মে সন্ধ্যায়। সে হিসেবে মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হতে পারে ২৮ মে এবং বাংলাদেশে ২৯ মে।
এই হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৬ জুন শুক্রবার এবং বাংলাদেশে ৭ জুন শনিবার। তথ্যসূত্র: NASA Moon Phases
মুসলিম বিশ্বে ঈদুল আজহা কোরবানি ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে আসে। তাই ঈদের সম্ভাব্য তারিখ জেনে হজ, কোরবানি ও অন্যান্য ইবাদতের প্রস্তুতি শুরু করে দেন অনেকে। আল্লাহ তাআলা সকলের হজ, কোরবানি ও ঈদের ইবাদত কবুল করুন—আমিন।