images

ইসলাম

‘হজের সফরে চর্মচক্ষু নয়, অন্তর্চক্ষু দিয়ে দেখুন ইতিহাসের হিরন্ময়’

ধর্ম ডেস্ক

২৩ মে ২০২৫, ১১:৫২ এএম

শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পোস্টে উঠে এল হজের আধ্যাত্মিক ও ঐতিহাসিক রহস্য

হজ মানেই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি এক জীবন্ত ইতিহাস, আত্মার যাত্রা এবং আল্লাহর কাছাকাছি হওয়ার এক অসাধারণ উপলব্ধি। ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি নিজের ফেসবুক পেজে এমনই এক ভাবগম্ভীর পোস্ট দিয়েছেন, যেখানে তিনি হজের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকা ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারের স্মৃতির নিদর্শন তুলে ধরেছেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘হজের সফরে চর্মচক্ষু নয়, অন্তর্চক্ষু দিয়ে দেখুন ইতিহাসের হিরন্ময়।’ তার এই কথায় অজস্র অর্থ নিহিত — যেখানে বাহ্যিক চোখ হয়ত শুধু আনুষ্ঠানিকতা দেখবে, অন্তরের চোখ পাবে ইতিহাসের প্রাণবন্ত ছবি।

তিনি স্মরণ করিয়ে দেন, যখন মুসল্লিরা সাফা-মারওয়ার মাঝে সাঈ করেন, তখন ভেসে ওঠে হাজেরা (আ.)-এর সেই অস্থির ছুটে চলার চিত্র, যিনি এক ফোঁটা পানির আশায় দুই পাহাড়ের মাঝে বারবার দৌড়েছিলেন। আর যখন জমজমের পানির এক গ্লাস পান করা হয়, অন্তর থেকে যেন শোনা যায় সেই শিশুপুত্র ইসমাইল (আ.)-এর কান্নার প্রতিধ্বনি।

আরও পড়ুন: সরকারি টাকায় হজ করা বিলাসিতা: শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে ইবরাহিম (আ.) যখন ইসমাইল (আ.)-এর সঙ্গে কাবাঘর পুনর্নির্মাণ সম্পন্ন করলেন, তখন আল্লাহ তাঁকে আদেশ দিলেন বিশ্ববাসীর উদ্দেশে হজের ঘোষণা দিতে। সেই সময় মক্কা ছিল একটি নির্জন উপত্যকা, যেখানে কম সংখ্যক মানুষ বসবাস করতেন, প্রযুক্তি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনো আধুনিক ব্যবস্থা ছিল না। তবু আল্লাহর নির্দেশে ইবরাহিম (আ.) পাহাড়ের চূড়ায় উঠে সেই ঘোষণা দেন এবং আল্লাহ তা ছড়িয়ে দেন পৃথিবীর প্রত্যন্ত প্রান্তে, মানুষের হৃদয়ে হৃদয়ে।

তিনি আরও বলেন, ‘যারা সেই আহ্বানে সাড়া দিয়ে ‘লাব্বাইক’ উচ্চারণ করেছে, তারা পেয়েছে আল্লাহর ঘর জিয়ারতের মহাসৌভাগ্য। আজও সেই আহ্বানের প্রতিধ্বনি হিসেবে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত হয় কাবা চত্বর।’

শায়খ আহমাদুল্লাহ হজের সফরে থাকা মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চর্মচক্ষু বন্ধ করে অন্তর্চক্ষু খুলুন, হৃদয়ের চোখ দিয়ে ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল নিদর্শন খুঁজে বের করুন। এই সুযোগ জীবনে সবাই পায় না।

আরও পড়ুন: ‘ইসলামে প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া দূরের কথা, সন্দেহ করাটাই অপরাধ’

তিনি উল্লেখ করেন, ইবরাহিম (আ.) আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছিলেন যেন মানুষের অন্তরে মক্কার প্রতি আকর্ষণ জন্মায়। আজ সেই আকর্ষণ এত প্রবল যে মানুষ মক্কা থেকে ফিরে এসেও বারবার ফিরে যেতে চায় — যা পৃথিবীর অন্য কোনো শহরের ক্ষেত্রে বিরল।

পোস্টের শেষে শায়খ আহমাদুল্লাহ প্রার্থনা করেন, হে আল্লাহ, আমাদের হজ কবুল করুন এবং আপনার ঘরের জিয়ারত না করিয়ে আমাদের মৃত্যু দেবন না। আমিন।

শায়খ আহমাদুল্লাহর এই পোস্ট বহু মানুষকে অনুপ্রাণিত করেছে এবং হজের ঐশ্বরিক ও ঐতিহাসিক তাৎপর্য অনুধাবনে সহায়তা করছে।