images

ইসলাম

‘মসজিদ নেটওয়ার্ক রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’

ধর্ম ডেস্ক

১৪ মে ২০২৫, ০৭:১৮ পিএম

শায়খ আহমাদুল্লাহ বলেছেন, দেশজুড়ে শহর-গ্রামে, পাহাড়-সমতলে মানবদেহের শিরা-উপশিরার মতো ছড়িয়ে আছে প্রায় চার লক্ষ মসজিদের বিশাল নেটওয়ার্ক। এ সংখ্যা দেশের যে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারি দপ্তরের চেয়েও বহুগুণ বেশি।

এই চার লক্ষ মসজিদে কর্মরত রয়েছেন অন্তত আট লক্ষ ইমাম ও মুয়াজ্জিন। এই বিশাল নেটওয়ার্ক এবং জনশক্তিকে সঠিক ও ইতিবাচকভাবে কাজে লাগানো গেলে রাষ্ট্র বহুমুখী উপকার পেতে পারে বলে তিনি মনে করেন।

রাষ্ট্রীয় উন্নয়নে মসজিদ নেটওয়ার্কের ভূমিকা

শায়খ আহমাদুল্লাহর মতে, সরকার চাইলে এই জনবলকে ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, বিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সমাজকল্যাণমূলক নানা কাজ বাস্তবায়ন করতে পারে।

আরও পড়ুন: ৫০ বছর ধরে ইসলামপন্থীদের প্রতি বৈষম্য, করণীয় জানালেন শায়খ আহমাদুল্লাহ

দেশের জনগণের ধর্মীয় আবেগ ও অনুভূতির সঙ্গে মসজিদ ও আলেমদের রয়েছে গভীর সম্পর্ক। এই আস্থা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে সামাজিক পরিবর্তন ও উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন সম্ভব।

বাস্তবায়নে প্রয়োজন সরকারি সদিচ্ছা ও প্রশিক্ষণ

শায়খ আহমাদুল্লাহ বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের সদিচ্ছার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষণ ও যথাযথ পদক্ষেপ। চার লক্ষ মসজিদের এই বিশাল অবকাঠামো ও জনশক্তিকে উপেক্ষা করে একটি দেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে এই নেটওয়ার্ক রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।