images

ইসলাম

সকল প্রয়োজন পূরণের দোয়া

ধর্ম ডেস্ক

১২ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমার কাছে দোয়া করো; আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সুরা মুমিন: ৬০) রাসুলুল্লাহ (স.) বলেন, ‘নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তাঁর কোনো বান্দা তাঁর প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (সুনানে আবু দাউদ: ১৩২০)

সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। এখানে এমন এক দোয়া তুলে ধরছি, যেটি আল্লাহর রাসুল (স.) সাহাবিদের সকল প্রয়োজন পূরণের জন্য করেছেন। 

আরও পড়ুন: যে দোয়া ৩ বার পড়লে কেউ ক্ষতি করতে পারবে না

দোয়াটি হলো- اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنَ النَّارِ وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ উচ্চারণ: ‘আল্লাহুম্মাগ ফির লানা ওয়ারহামনা ওয়ারদা আন্না ওয়া তাক্বাব্বাল মিন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান্নার, ওয়াসলিহ লানা শা’নানা কুল্লাহু।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি রহম করুন এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন। আমাদের কবুল করুন। আমাদেরকে জান্নাতে দাখিল করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন এবং আমাদের যাবতীয় বিষয় সংশোধন করে দিন।’ 

আবু উমামা আল–বাহেলি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ(স.) লাঠিতে ভর দিয়ে আমাদের নিকট বেরিয়ে আসলেন। আমরা তাঁকে দেখে দাঁড়িয়ে গেলাম। তখন তিনি বললেন, পারস্যবাসীরা তাদের নেতাদের সাথে যেরূপ করে, তোমরা আমার সংগে সেরূপ করো না। আমরা বললাম- ইয়া রাসুলাল্লাহ! আপনি যদি আমাদের জন্য আল্লাহর নিকট একটু দোয়া করতেন! তখন নবীজি উক্ত দোয়াটি করেছেন। রাবি (আবু উমামা) বলেন, আমরা তো আরো অধিক আশা করছিলাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদের সকল প্রয়োজন একত্র করে দেইনি? (ইবনে মাজাহ: ৩৮৩৬)

আরও পড়ুন: যে দোয়া পড়ে মারা গেলে নিশ্চিত জান্নাত

এ সংক্রান্ত আরেকটি ছোট দোয়া হলো- اَللَّهُمَّ اِنِّى أَسْألُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা; ওয়াত তুক্বা; ওয়াল আফাফা; ওয়াল গেনা।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি।’ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত আছে যে, নবী (স.) এই দোয়া করতেন। (মুসলিম: ২৭২১; তিরমিজি: ৩৪৮৯; ইবনে মাজাহ: ৩৮৩২; মুসনাদে আহমদ: ৩৬৮৪, ৩৮৯৪) 

দোয়াগুলো খেয়াল করলে দেখবেন, একজন ‍মুসলমানের জীবনের সকল প্রয়োজন এখানে রয়েছে। এর বাইরে আর কিছুর দরকার হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।