images

ইসলাম

হায়াত বৃদ্ধির দোয়া

ধর্ম ডেস্ক

০৪ মে ২০২৫, ০৮:২৬ পিএম

হাদিস শরিফে কিছু দোয়া ও আমলের কথা রয়েছে, যেগুলোতে হায়াত বৃদ্ধি পায়। যেমন এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, ‘যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (বুখারি: ৫৫৫৯)

অন্যা হাদিসে এসেছে, দোয়া ছাড়া আর কিছুই তাকদির রদ করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না। (তিরমিজি: ২১৩৯)

বোঝা গেল, দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি পেতে পারে। কারণ, দোয়াও নেক আমল। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিবো।’ (সুরা মুমিন: ৬০)

প্রশ্ন আসতে পারে, প্রত্যেক প্রাণীর হায়াত তো নির্দিষ্ট; কীভাবে তা বৃদ্ধি পেতে পারে? পবিত্র কোরআনেই ইরশাদ হয়েছে, ‘আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হতে পারে না; কারণ তা সুনির্ধারিত। (সুরা আলে ইমরান: ১৪৫) 

আরও পড়ুন: প্রতিদিনের প্রয়োজনীয় ৪০ দোয়া

এর উত্তরে আলেমরা বলেন, হায়াত বৃদ্ধির বিভিন্ন অর্থ হতে পারে। যেমন- তাকদিরে শর্তযুক্তভাবে লেখা থাকতে পারে যে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে (বা হায়াত বৃদ্ধির দোয়া করলে তার) হায়াত এত এত বছর বেড়ে যাবে; অন্যথায় বাড়বে না। আরেকটি অর্থ এমন হতে পারে যে, নেক আমলের তাওফিক লাভের মাধ্যমে জীবন বরকতময় হওয়া কিংবা আখেরাতে উপকারে আসবে—এমন গুনাহমুক্ত জীবন লাভ করা অথবা মৃত্যুর পরেও সুনাম স্থায়ী থাকা ইত্যাদি। (ফাতহুল বারি: ৪/৩০২)

অতএব, দোয়ার মাধ্যমে দীর্ঘ জীবন লাভ করা যাবে বা জীবনে বরকত লাভ হবে। তাই কোরআন ও হাদিস বর্ণিত সুস্বাস্থ্য ও সুস্থতার বিভিন্ন দোয়া ও আমলকে অবহেলা করা উচিত হবে না। এক্ষেত্রে নিচের দোয়াগুলো পড়া যেতে পারে।

১. اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ উচ্চারণ: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি; আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল ক্বাবারি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।’ (আদাবুল মুফরাদ: ৭০৬)

২. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ، وَالْعِفَّةَ، وَالأَمَانَةَ، وَحُسْنَ الْخُلُقِ، وَالرِّضَا بِالْقَدَرِ উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়াহুসনাল হুলক্বি ওয়ার রিদা বিল ক্বাদরি।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে সুস্বাস্থ্য, পুত-পবিত্র চরিত্র, আমানতদারি এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকতে পারার সামর্থ্য প্রার্থনা করছি।’ (আদাবুল মুফরাদ: ৩০৭)

আরও পড়ুন: দান-সদকার যেসব প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন

৩. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল-বারাসি ওয়াল-জুনুননি ওয়াল-জুযামি ওয়া মিন সায়্যিইল আসক্বাম।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি শ্বেত, পাগলামি, কুষ্ঠ এবং ঘৃণ্য রোগগুলো থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ: ১৫৫৪)

৪. اَللّٰهُمَّ أَعِنَّا عَلٰى ذِكْرِكَ وَ شُكْرِكَ وَحُسْنِ عِبَادَ تِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আয়িন্না আলা জিকরিকা ওয়া শুকরিয়া ওয়া হুসনে ইবাদাতিক।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাদের সাহায্য করুন আপনার স্মরণ, আপনার শোকর ও আপনার সুন্দর বন্দেগির জন্য।’ (আবু দাউদ: ১৫২২)

পাশাপাশি হায়াত বৃদ্ধির আমলগুলোর প্রতি নজর দিতে হবে। হাদিসের আলোকে হায়াত বৃদ্ধির বিশেষ তিন আমল হলো- মা-বাবার সঙ্গে সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। (তিরমিজি: ২১৩৯; বুখারি: ৫৯৮৬; মুসনাদ আহমদ: ২৫২৫৯)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়া ও আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।