ধর্ম ডেস্ক
২১ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম
ঈদুল ফিতরের (২০২৫ সাল/১৪৪৬ হিজরি সনের ঈদ) সম্ভাব্য তারিখ নিয়ে এক চমকপ্রদ ঘটনা ঘটে যেতে পারে। প্রায় প্রতি বছর মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের একদিন পর ঈদ উদযাপিত হয় বাংলাদেশে। এ বছর ঘটতে পারে ব্যতিক্রম ঘটনা। অনেক দেশকে এবার বাংলাদেশের সাথেই ঈদ উদযাপন করতে হতে পারে।
১৪৪৬ হিজরির শাওয়াল মাসের জ্যোতির্বৈজ্ঞানিক নবচন্দ্রের ক্ষণ ২৯ মার্চ শনিবার গ্রিনিচ সময় সকাল ১০:৫৭ ঘটিকা। এই ক্ষণ হিসাবে রেখে কোন দেশে কখন চাঁদ দেখা যেতে পারে, চলুন দেখে নেওয়া যাক।
বাংলাদেশ
শাওয়াল মাসের জ্যোতির্বৈজ্ঞানিক নবচন্দ্রের ক্ষণে ঢাকার সময় বিকেল ০৪:৫৭। অর্থাৎ ২৯ মার্চ ঢাকার সূর্যাস্তে নবচন্দ্রের বয়স মাত্র ১ ঘন্টা ১৬ মিনিট। এ চাঁদ খালি চোখে তো বটেই, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরদিন অর্থাৎ ৩০ মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে তখন সেটির বয়স ২৫ ঘন্টা ১৬ মিনিট। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে। চাঁদ কমিটির সদস্যগণ আশাকরি ২৫ ঘন্টা বয়সী চাঁদ না দেখার ভুল করবেন না। অর্থাৎ বাংলাদেশে ২৯ রোজা হবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরব
২৯ মার্চ সৌদি আরবে ২৯ রোজা। মাক্কায় সূর্যাস্তে চাঁদের বয়স ৪ ঘন্টা ৩৮ মিনিট। এ চাঁদ কোনোভাবেই খালি চোখে দেখা যাবে না; এমনকি সাধারণ টেলিস্কোপেও দেখা যাবে না। কিন্তু সৌদি মারসাদগুলো শক্তিশালি টেলিস্কোপে সজ্জিত থাকে। ফলে এমন সম্ভাবনা প্রবল যে, ২৯ মার্চ চাঁদ দেখার ঘোষণা আসবে, এবং ৩০ মার্চ সৌদিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ ২৯ রমজানে দেখার সম্ভাবনা নেই : আমিরাত
উপসাগরীয় দেশগুলো
এগুলো সাধারণত সৌদিকে অনুসরণ করে। কিন্তু ওমান করবে না। তাদের ঈদ হবে বাংলাদেশের সাথে ৩১ মার্চ। তবে ওমানে ৩০ রোজা হবে।
আফ্রিকা
মিসরে সৌদির দিনে ঈদ হতে পারে। তাদের নীতি হলো সূর্যাস্তের আগে চাঁদের জন্ম হওয়া, চাঁদ দেখা শর্ত নয়; তাই মিসরে ৩০ মার্চ ঈদ হতে পারে। কিন্তু মিশরের অনেক পশ্চিমের দেশ মরক্কো ঈদ করবে বাংলাদেশের সাথে ৩১ মার্চ। তাদের অবশ্য ৩০ রোজা পূর্ণ হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়া
এ বছর ইন্দোনেশিয়া বাংলাদেশের একদিন আগে রোজা শুরু করেছিল। মালয়েশিয়া করেছিল বাংলাদেশের সাথে। কিন্তু দুটো দেশেই এবার ঈদ হবে বাংলাদেশের সাথে। কারণ ২৯ মার্চ যখন জাকার্তায় সূর্যাস্ত হবে তখন নবচন্দ্রের বয়স মাত্র ২ মিনিট, আর কুয়ালালামপুরে যখন সূর্যাস্ত হবে তখন চাঁদের বয়স হবে ২৫ মিনিট। এ চাঁদ কোনোভাবেই দেখা যাবে না। তাই দেশ দুটো ৩১ মার্চ ঈদ উদযাপন করবে।
গবেষণা
এহসানুল হক জুবায়ের
চেয়ারম্যান- আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়