ঢাকা মেইল ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ‘বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার’-এর উদ্যোগে ‘আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চা : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক একটি একাডেমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রবীণ ব্যাংকার নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও আইবিসি এফের চেয়ারম্যান আব্দুল মান্নান। কিনোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনির্ভাসিট অব নর্থ ক্যারোলিনা, পেমব্রোক, মার্কিন যুক্তরাষ্ট্র-এর সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ নোমান। আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. বেলায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, বিশিষ্ট শরিয়া গবেষক মুফতি আব্দুল্লাহ মাসুম।
আরও বক্তব্য দেন সেন্ট্রাল শরিআহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ শরীফ, বিশিষ্ট ব্যাংকার জিল্লুর রহমান পাটোয়ারী, এম জাওয়াদুল হক, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সাবেক এমডি নাজির এ জিলানী, বিশিষ্ট ব্যাংকার ও গবেষক রহমাতুল্লাহ খন্দকার ।
উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নুরুল্লাহ, ড. ইব্রাহিম খলিল, ড. খাইরুল ইসলাম, ড. রেজাউল হক, মানারাত বিশ্ববিদ্যালয়ের ড. রুহুল আমিন রব্বানী, ড. তারেক মুহাম্মদ জায়েদ, ইকবাল মাহমুদ সোহেল, এড. সাজ্জাদ সারোয়ার, এড. আব্দুল করীম প্রমুখ।
ড. আব্দুল্লাহ নোমান আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চা ও চিত্র উপস্থাপন করে বলেন, আমেরিকার মোট জনগোষ্ঠীর দুই ভাগের কম মুসলিম জনগোষ্ঠী, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । বস্তুত মুসলিমরা অভিবাসী, তারা ইসলামের বিধি-বিধান সম্পর্কে সচেতন হয়ে উঠছে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শরিয়াহ অনুমোদিত প্রডাক্টের চাহিদা জোরালো হচ্ছে । তবে ব্যক্তিগত ও পারিবারিকভাবে পারস্পারিক লেনদেনের ক্ষেত্রে তারা ইসলামের চর্চার প্রতি মনোযোগী এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ড. নোমান আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমরা অত্যন্ত সীমিত পরিসরে ইসলামিক ফাইন্যান্স প্রয়োগের সুযোগ পেয়ে থাকে। অপরদিকে বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সের ব্যাপক চর্চা করা সম্ভব হচ্ছে, যেহেতু এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে বিপুলসংখ্যক ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান এবং শরিয়া সামঞ্জস্যপূর্ণ ফাইন্যান্সিয়াল সেবা রয়েছে।
সভাপতির ভাষণে নুরুল ইসলাম খলিফা বলেন, ইসলাম জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথ নির্দেশ করে। সত্যিকার মুসলিম হতে হলে আমাদের ইসলামি জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে, জ্ঞানের নির্দেশনা ব্যক্তি ও সমাজ জীবনে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, আমেরিকান মুসলিমগণ জাগতিক জ্ঞান বিজ্ঞানে অগ্রসর আর বাংলাদেশের মুসলিমরা ব্যক্তিজীবনে চর্চায় অগ্রগামী। উভয় দেশের মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরালো হলে সবাই উপকৃত হবে। ইসলামি জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমাণে ল’ রিসার্চ সেন্টারের কার্যক্রমকে আরও জোরদারের প্রতি তিনি সমাজপতিদের মনোযোগ আকর্ষণ করেন।
প্রধান অতিথির আলোচনায় আব্দুল মান্নান বলেন, মার্কিন মুসলমানদের মধ্যে এখন একটা জাগরণ এসেছে। তারা পরিপূর্ণ ইসলামি জীবনযাপনের প্রতি মনোযোগী হচ্ছে। জাগতিক জ্ঞানের দিক থেকে তারা যেমন অগ্রসর হয়েছে ইসলামি শরিয়াহর জ্ঞান চর্চায়ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এমতাবস্থায় বাংলাদেশ ও আমিরিকার মুসলমানদের মধ্যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বৃদ্ধি করতে পারলে উভয় দেশের মুসলমানরা আরও সমৃদ্ধ হবে।
জেবি