images

ইসলাম

কোরআনে বর্ণিত ইউসুফ (আ.) এর একটি মূল্যবান দোয়া

ধর্ম ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম

images

আল্লাহর নবী ইউসুফ (আ.) সুদর্শন নবীদের একজন। আবার তিনি রাষ্ট্রীয় ক্ষমতাও লাভ করেছিলেন। কিন্তু রাজকীয় প্রাচুর্য, বিলাসিতা কিংবা সৌন্দর্য কিছুই ইউসুফ (আ.)-কে আল্লাহর স্মরণ ও শুকরিয়া থেকে বিরত রাখতে পারেনি। রাজকীয় চাকচিক্যের মধ্যে থেকেও তিনি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন।

সুন্দর মৃত্যুর জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা তা পছন্দ করেছেন বিধায় উম্মতের শিক্ষার জন্য পবিত্র কোরআনে তুলে ধরেছেন।

ইউসুফ (আ.)-এর সেই মূল্যবান দোয়াটি হলো-  رَبِّ قَدۡ اٰتَیۡتَنِیۡ مِنَ الۡمُلۡکِ وَ عَلَّمۡتَنِیۡ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۟ اَنۡتَ وَلِیّٖ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیۡ مُسۡلِمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ উচ্চারণ: ‘রাব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা’উইলিল আহাদিছি ফাত্বিরাস সামাওয়াতি ওয়াল আরদি আংতা ওয়ালিয়্যি ফিদদুনয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিক্বনি বিসসালিহীন।’

আরও পড়ুন: কোরআনে বর্ণিত নবী-রাসুলদের দোয়া

অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজ্য দান করেছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। হে আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা! তুমিই ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলমান (আত্মসমর্পণকারী) হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সত্কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো।’ (সুরা ইউসুফ: ১০১)

ইউসুফ (আ.)-এর এই দোয়ার মধ্যে যুগে যুগে সব আল্লাহভীরু মুমিনের হৃদয় উত্সারিত প্রার্থনা ফুটে উঠেছে। আল্লাহর প্রতি সমর্পিত চিত্ত বান্দার জন্য ইউসুফ (আ.)-এর জীবনী নিঃসন্দেহে অনন্য প্রেরণাদায়ক দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন। আমিন।