images

ইসলাম

বর্ষবরণে বিকট শব্দ ও আগুন নিয়ে উল্লাস, আজহারীর সতর্কবার্তা

ধর্ম ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন নামের বিজাতীয় সংস্কৃতিতে অংশগ্রহণ ও এতে উল্লাসকারী মুসলিমদের পরকালের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি বলেন, ‘যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?’

তিনি আরও বলেন, এই তো গতবারও ফুটফুটে শিশু উমায়ের তোমাদের উন্মাদনার বলি হলো। মাঝরাতে আতশবাজির কারণে লাখো লাখো শিশু ভয়ে আঁতকে ওঠে। পাখিগুলো মরে রাস্তায় পড়ে থাকে। এসব পটকা ফোটানো আর ফানুস ওড়ানোর কারণে পরিবেশেরও অকল্পনীয় ক্ষতি হয়। তবুও তুমি থামবে না?

আরও পড়ুন: ‘নতুন বছরের শুরু হোক পশুপাখি ও বৃদ্ধ-শিশুদের জন্য আতঙ্কমুক্ত’

ফেসবুক পোস্টের ছবিতে নবীজির একটি হাদিস সংযুক্ত করেন আজহারী। হাদিসটি হলো- রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’ (সুনানে আবু দাউদ: ৪০৩১)

থার্টিফার্স্ট নাইট হলো খ্রিস্টিয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে ৩১ ডিসেম্বর দিবাগত রাত। জানুয়ারির প্রথম প্রহর। ৩১ ডিসেম্বর এই দিনে রাত ১২টার পর থেকে সারাবিশ্বে শুরু হয় উৎসব। নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা অনুষ্ঠান, আতশবাজি, নাচ-গান ইত্যাদি। ইংরেজি নতুনবর্ষকে বরণ করার লক্ষে এই দিবস পালন করা হয়। আজ ৩১ ডিসেম্বর। রাত ১২টা বাজলেই শুরু হবে নতুন বছরের এই উদযাপন।