ধর্ম ডেস্ক
০২ জুন ২০২২, ১১:০৭ এএম
মুমিনের বৈশিষ্ট্য হলো যত বিপদ-মসিবত ও অত্যাচারের শিকার হোকনা কেন আল্লাহর ওপর ভরসা করে এবং তাঁরই কাছে সাহায্য চায়। প্রকৃত ঈমানদার কখনো গায়রুল্লাহর কাছে মাথা নত করে না। পবিত্র কোরআনে জালেমদের জন্য কঠোর হুঁশিয়ারি রয়েছে। হাদিসেও মজলুমের ফরিয়াদকে ভয় করতে বলা হয়েছে, কারণ মজলুমের ফরিয়াদ ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। (বুখারি: ২৪৪৮)
আল্লাহ তাআলা অত্যাচারির হাত থেকে রেহাই পেতে তাঁর ঈমানদার বান্দাদের দোয়া শিখিয়েছেন। একটি দোয়া হলো—
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ – وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ ‘রব্বানা লা- তাজআলনা- ফিতনাতাল্লিল ক্বাওমিজ জ-লিমীন, নাজ্জিনা- বিরাহমাতিকা মিনাল ক্বাওমিল কা-ফিরীন।’
অর্থ: হে আমাদের রব! আমাদের ওপর অত্যাচারী কওমের শক্তি পরীক্ষা করিও না। আর আমাদেরকে অবিশ্বাসী (জালেমদের) কবল থেকে অনুগ্রহ করে মুক্তি দাও। (সুরা ইউনুস: ৮৫-৮৬) বনি ইসরাঈল যখন আল্লাহর ওপর ভরসা করে উল্লেখিত দোয়া করেন, তখন আল্লাহ তাআলা বনি ইসরাঈল সম্প্রদায়কে ফেরাউনের ভয়াবহ জুলুম থেকে হেফাজত করেন এবং ফেরাউনকে তার দলবলসহ নীল নদে ডুবিয়ে ধ্বংস করে দেন। মুমিনদের উচিত প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে এ দোয়ার মাধ্যমে জুলুম-অত্যাচার থেকে বেঁচে থাকতে উল্লেখিত দোয়া করা।
আরেকটি দোয়া হলো— رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ وَ نَجِّنِیۡ مِنۡ فِرۡعَوۡنَ وَ عَمَلِهٖ وَ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
উচ্চারণ: ‘রাব্বিবনি লী ইংদাকা বাইতান ফিল-জান্নাতি ওয়া নাঝঝিনী মিন ফিরআউনা ওয়া আমালিহী ওয়া নাঝঝিনী মিনাল ক্বাওমিজ জ-লিমীন।’
অর্থ: ‘হে আমার প্রভু! আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরআউন ও তার (কুফরির) কর্ম থেকে নাজাত দিন; আর আমাকে জালিম সম্প্রদায় থেকেও মুক্তি দিন।’ (সুরা তাহরিম: ১১) এই দোয়াটি করেছিলেন হজরত আছিয়া। তিনি ফেরাউনের নির্যাতনে ঈমানহারা হননি বরং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়াটি মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় শিক্ষা।
এছাড়াও নানা বিপদ-আপদ থেকে বাঁচতে সকাল সন্ধ্যা সুরা ফালাক, সুরা নাস ও সুরা ইখলাস পড়ার কথাও এসেছে হাদিসে। রাসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা-মসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। (ইবনে কাসির)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জালেমের অত্যাচার থেকে হেফাজতে থাকতে কোরআনে বর্ণিত উপরোক্ত দোয়াগুলোর উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।