images

ইসলাম

ঘুমের আগে যে দোয়া পড়ে মোনাজাত করবেন

ধর্ম ডেস্ক

১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম

ঘুমের আগে-পরের দোয়া হয়ত সবাই জানি। কিন্তু আমাদের অনেকেই জানি না ঘুমের আগে একটি বিশেষ দোয়ার কথা বলেছেন নবীজি (স.)। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঘুম হলো মৃত্যুর মতো। দোয়াটি পড়ে ঘুমের মধ্যে কেউ মারা গেলে, তার মৃত্যু ঈমানের উপর হবে।

দোয়াটি হলো- اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ‏

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, ওয়া ফাওয়্যাদতু আমরি ইলাইকা, ওয়া ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা, ওয়া আলজা-তু যাহরি ইলাইকা, রাগবাতা ওয়া রাহবাতা ইলাইকা, লা মালজাআ ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আমানতু বিকিতাবিকাল্লাজি আনযালতা, ওয়া বিনাবিয়্যিকাল্লাজি আরসালতা।’

আরও পড়ুন
যে দোয়া পড়লে সবরকম ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন
যে দোয়া ১০ বার পড়লে গুনাহ করার ইচ্ছা জাগবে না
নবীজি ঝাড়-ফুঁকের সময় যে দোয়া পড়তেন

অর্থ: ‘হে আল্লাহ! আমি আমার প্রাণকে (জীবন) আপনার কাছে সমর্পণ করলাম, আর আপনার কাছে আমার বিষয় ন্যস্ত করলাম। আর আপনার রহমতের আশায় এবং গজবের ভয়ে আমার চেহারা আপনার দিকে ফেরালাম। আপনাকে ছাড়া আপনার গজব থেকে পালিয়ে যাবার এবং আপনার আজাব থেকে বাঁচার আর কোনো স্থান নেই। আপনি যে কিতাব নাজিল করেছেন, আমি তার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করছি এবং আপনি যে নবী পাঠিয়েছেন, আমি তাঁর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি।’

ইবনু আযিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) একদা বলেছেন- হে অমুক! যখন তুমি তোমার শয্যাগ্রহণ করতে যাবে তখন উক্ত দোয়াটি পড়বে। অনন্তর এ রাত্রিতে যদি তোমার মৃত্যু হয়, তাহলে ফিতরাতের ওপর তোমার মৃত্যু হবে। আর যদি (জীবিতাবস্থায়) তোমার ভোর হয়, তুমি কল্যাণের অধিকারী হবে। (সহিহ বুখারি: ৬৯৮০)