images

ইসলাম

নামাজে প্রত্যেক সুরায় বিসমিল্লাহ পড়া জরুরি?

ধর্ম ডেস্ক

২৭ মে ২০২২, ১০:১৫ এএম

নামাজ ফরজ ইবাদত এবং ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। তাই মুসল্লিরা চান, তাদের নামাজ ত্রুটিমুক্ত হোক। কিন্তু নামাজের সকল মাসয়ালা জানা না থাকার কারণে অনেকে বিভিন্ন বিষয়ে দ্বিধায় পড়ে যান। প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহ পড়া বা না পড়া নিয়েও সংশয় আছে অনেকের। নিচে এ বিষয়ে আলোচনা করা হলো।

নামাজে সুরা ফাতেহা পড়ার পর অন্য সুরা যদি মাঝখান থেকে শুরু করেন, তাহলে ‘বিসমিল্লাহ’ না পড়লে অসুবিধা নেই। কিন্তু কোনো সুরা শুরু থেকে পড়লে বিসমিল্লাহ পড়া উত্তম এবং মোস্তাহাব, তবে জরুরি নয়। সর্বক্ষেত্রেই সুরা ফাতেহার পর অন্য সুরা মিলানোর সময় বিসমিল্লাহ ছুটে গেলে নামাজের ক্ষতি হবে না। (বাদায়েউস সানায়ে: ১/৪৭৮; আযযাখিরাতুল বুরহানিয়া: ২/৩১; খুলাসাতুল ফতোয়া: ১/৫৩; শরহুল মুনইয়া, পৃ-৩০৮; আল বাহরুর রায়েক: ১/৩১২; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃ-১৪২; রদ্দুল মুখতার: ১/৪৯০)

নামাজের নিয়ত করে আপনি যখন সুরা ফাতেহা তেলাওয়াত করবেন, তার পূর্বেই ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়ে নেবেন। নামাজের শুরুতে এটা পড়া সুন্নত। কেউ কেউ এটাকে বাধ্যতামূলক বলেছেন। তাদের মতে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সুরা ফাতেহার প্রথম আয়াত। তাই এটি পড়তে হবে। 

কিন্তু হানাফি মাজহাবের সারকথা হলো- প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতে চুপে চুপে বিসমিল্লাহ পড়া ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য সুন্নত। সুরা ফাতেহা ও অন্য সুরার মাঝখানে বিসমিল্লাহ পড়া আবু হানিফা ও আবু ইউসুফের নিকট সুন্নত নয়। যেহেতু বিসমিল্লাহ সুরা ফাতিহার অংশ নয়; বরং বরকতের জন্য সুরা ফাতিহার শুরুতে উল্লেখ করা হয়েছে..। (আল-মাউসুআ আল-ফিকহিয়্যা: ৮/৮৭)

সুতরাং প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহ পড়া বা না পড়া নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। যদি পড়েন একটি সুন্নতের ওপর আমল করেছেন, না পড়লে নামাজের ক্ষতি হবে না, সাহু সেজদাও দিতে হবে না।

মনে রাখতে হবে, হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে সুরা ফাতেহার পর বিসমিল্লাহ পড়ার বিষয়টি প্রমাণিত রয়েছে। নাফে রাহ. ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, أَنّهُ كَانَ إذَا افْتَتَحَ الصّلاَةَ قَرَأَ : بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ، فَإِذَا فَرَغَ مِنَ الْحَمْدِ قَرَأَ : بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ তিনি সুরা ফাতেহা যখন শুরু করতেন তখন বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তেন এবং যখন ফাতেহা শেষ করতেন তখনও বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৪১৭৮)।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজে প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ার তাওফিক দান করুন। আমিন।