images

ইসলাম

ছাত্র আন্দোলনে হতাহতদের কত সহায়তা দিল আস সুন্নাহ ফাউন্ডেশন

ধর্ম ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তার জন্য নির্ধারিত ১০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে ৩ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ১২৮৩ জন আহতকে এই সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান তিনি। যাদের কাছে সহায়তা পৌঁছানো হয়েছে, তাদের বিস্তারিত বিবরণ আগামী সপ্তাহে পোস্ট করা হবে বলেও জানানো হয় পোস্টে।

আরও পড়ুন: ছাত্র-আন্দোলনে হতাহতদের সহায়তা দিতে ঢামেকে আস-সুন্নাহ টিম

শায়খ আহমাদুল্লাহ বলেন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য আমাদের ঘোষিত ১০ কোটি টাকার মহাপ্রকল্প চলমান আছে। এই প্রকল্পে এখন পর্যন্ত ১২৮৩ জন আহতকে ৩ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শীঘ্রই সহায়তার পরিমাণ ৪ কোটির ঘর স্পর্শ করবে ইনশাআল্লাহ। 

আরও পড়ুন: মোবাইল ও অনলাইনেই অনুদান পাঠিয়েছেন ১৫ লাখের বেশি মানুষ

এছাড়া চোখের আলো হারানো, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ২ কোটি এবং নিহতদের পরিবারের জন্য ২ কোটি ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বাবলম্বীকরণ প্রকল্পে ২ কোটি টাকা ব্যয়ের কাজ আমরা শুরু করেছি।

ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য প্রথমে ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা ছিল আস-সুন্নাহ ফাউন্ডেশনের। পরে তা ১০ কোটি টাকায় উন্নীত করা হয়।