ধর্ম ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান পাঠানোর সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, অনুদান পাঠানোর শেষ সময় আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৪ বৃহস্পতিবার রাত ১১:৫৯টা পর্যন্ত অনুদান পাঠানো যাবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদানের শেষ সময় আজ রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের জানিয়েছেন, নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা অনুদান পাঠাতে পারেননি। কিছু প্রতিষ্ঠানের কর্মীরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি।
আরও পড়ুন: মোবাইল ও অনলাইনে অনুদান পাঠিয়েছেন ১৫ লাখের বেশি মানুষ
তাদের আন্তরিক অনুরোধের প্রেক্ষিতে এবং মানবসেবায় তাদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আমরা অনুদান প্রদানের সময়সীমা আরো দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, গত রোববার আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বলা হয়েছিল, বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত। এরপরে কেউ টাকা পাঠালে সেটি পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।