images

ইসলাম

বৈষম্য ও ইনসাফ নিয়ে সরকারের প্রতি আজহারীর নতুন বার্তা

ধর্ম ডেস্ক

২৮ আগস্ট ২০২৪, ০৬:৩৩ পিএম

যতটুকু বৈষম্য দূর হয়েছে তার জন্য আল্লাহর প্রশংসার পর দেশের সর্বত্র বৈষম্যের অবসান ও ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। 

বুধবার (২৮ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাষ্ট্রের কর্তাব্যক্তিদের উদ্দেশ্য করে এ পোস্ট করেন তিনি। 

আরও পড়ুন: সংঘর্ষে না জড়িয়ে দায়িত্বশীল আচরণ করুন: আজহারী

পোস্ট তিনি লিখেন, আলহামদুলিল্লাহ! বৈষম্যের অবসান ঘটুক সর্বত্র-অর্থনীতি, রাজনীতি, নিয়োগ প্রক্রিয়াসহ দেশের সকল পর্যায়ে। নিশ্চিত হোক ইনসাফ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ।

রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন মিজানুর রহমান আজহারী। এরআগে গত রোববার (২৫ আগস্ট) রাতে আনসার বাহিনীকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেশের অসময়ে আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয়। ফ্যাসিস্ট আচরণ করলে, সেটা কীভাবে রুখে দিতে হয়, সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে।

তাই, সংঘর্ষে না জড়িয়ে দায়িত্বশীল আচরণ করুন। শান্তিপূর্ণ উপায়ে সমাধানে আসুন।