images

ইসলাম

এটি সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ, একে অপরের সাহায্যে এগিয়ে আসুন

ধর্ম ডেস্ক

২২ আগস্ট ২০২৪, ০৯:১২ পিএম

ভারতীয় বাঁধের পানি আরো ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে। 

বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্যে তৎপর আছেন, আশা করি তাদের তৎপরতা সর্বোচ্চ জোরদার করবেন। 

সেই সাথে নিরাপদে থাকা স্থানীয়দেরকেও যার যার মতো উদ্ধার কাজে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

স্মরণকালে বাংলাদেশে এমন বিপর্যয় আর আসেনি। এটি বাইশ এর সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ।

আরও পড়ুন: দুর্গত মানুষকে সহযোগিতার ফজিলত

যারা বিল্ডিংয়ে আছেন, কাঁচাঘরের প্রতিবেশীকে আপনার ঘরে ঠাঁই দিন। উঁচুনিচু ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময়। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন। 

মানবিক সংকটের মুহূর্তে ছোট ছোট সেক্রিফাইসগুলো হতে পারে মহান রবের সন্তোষ ও জান্নাত লাভের মাধ্যম। 

মহান আল্লাহ খুব দ্রুত আমাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার তাওফিক দিন।

শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজ থেকে