ধর্ম ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের দেখতে আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যান আস-সুন্নাহ ফাউন্ডেশনের সদস্যরা।
এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সমন্বয়ক সারজিস আলমের উপস্থিতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসারতদের ৩০ লাখ টাকার মতো আর্থিক সহায়তা দেওয়া হয়।
দেশব্যাপাী বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা ছিল আস-সুন্নাহ ফাউন্ডেশনের। আজকের সহায়তা তারই একটি অংশ।
পাঁচ কোটি টাকার এ ফান্ড প্রয়োজনে বৃদ্ধি করা হবে বলে জানান ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি এ কথা বলেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে ৭ আগস্ট এক ফেসবুক পোস্টে আন্দোলনে হতাহতদের সহায়তার ধরণ সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ টাকা প্রদান করা হবে। দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান। দারিদ্র্য বিমোচন ও দুর্গতদের সহায়তায় সংস্থাটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। শায়খ আহমাদুল্লাহ সংগঠনটির চেয়ারম্যান ও জনপ্রিয় একজন দাঈ।