images

ইসলাম

বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষায় যে দোয়া পড়া সুন্নত

ধর্ম ডেস্ক

২১ জুন ২০২৪, ০২:২৯ পিএম

ইসলামের শিক্ষা হলো সবরকম ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। বিষাক্ত প্রাণীর আক্রমণ, কামড় ও ক্ষতি থেকে বাঁচতেও সতর্ক থাকার পাশাপাশি দোয়া করতে উৎসাহিত করেছেন প্রিয়নবী (স.)। 

দোয়াটি হলো- أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।’ অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টিজগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।’

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি: ৩৬০৪)

আরও পড়ুন: শিশুর ভয় দূর করতে যে দোয়া পড়ে ফুঁ দেবেন

মুমিন মুসলমানের উচিত- নবীজির শেখানো দোয়াটির মাধ্যমে সব ধরণের ক্ষতিকর প্রাণী থেকে আল্লাহর নিরাপত্তা কামনা করা। এই দোয়াটি যারা নিয়মিত সকাল-বিকাল আমল করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত সাপ-বিচ্ছু, মশাসহ সকল পোকা-মাকড় ও যাবতীয় ক্ষতিকর প্রাণীর ক্ষতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমাদের সবাইকে যাবতীয় ক্ষতিকর প্রাণীর অনিষ্ট থেকে নিরাপদ রাখুন। আমিন।