images

ইসলাম

সৌদিতে স্বাস্থ্যসেবা পেলেন ১ লাখ ২৬ হাজার হজযাত্রী

ধর্ম ডেস্ক

১৮ জুন ২০২৪, ০৭:৪৮ পিএম

বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আগত ১ লাখ ২৬ হাজার অসুস্থ হজযাত্রীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, জিলকদ মাসের প্রথম দিন থেকে কোরবানির দিন পর্যন্ত উল্লেখিত সংখ্যক হজযাত্রীকে এই সেবা দেওয়া হয়।

আরও পড়ুন: হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ কামনা, ফিলিস্তিনের জন্য দোয়া

স্বাস্থ্যসেবাগুলোর মধ্যে রয়েছে বিশেষ ক্লিনিক, ফার্মেসি, কিডনি ডায়ালাইসিস কেন্দ্র, নিবিড় পরিচর্যা ইউনিট ও আইসোলেশন ইউনিট। 

এই সময়ের মধ্যে ২১টি ওপেন হার্ট সার্জারি, ২৩৬টি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ও ৯৩৯টি কিডনি ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। 

আরও পড়ুন: ‘১৩০ বছর বয়সে’ হজ, জেদ্দা বিমানবন্দরে অভ্যর্থনা

এছাড়া আরও ৩০৫৮ হজযাত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে হাসপাতাল ও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। 

সূত্র: গালফ নিউজ ও সৌদি সরকারের প্রেস এজেন্সি