images

ইসলাম

অনেক পুরনো ঋণ পরিশোধের সময় কিছু টাকা বেশি দিলে সুদ হবে?

ধর্ম ডেস্ক

০৬ জুন ২০২৪, ০৯:৩১ পিএম

মানুষের জীবনের এক অনস্বীকার্য বাস্তবতা হচ্ছে- ঋণের আদান-প্রদান। এতে ঋণগ্রহীতা যেমন তার প্রয়োজন পূরণ করতে পারে, তেমনি ঋণদাতাও এর মধ্য দিয়ে বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে এগিয়ে আসে। ঋণ যথারীতি পরিশোধ ইসলামে একটি অবধারিত দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা কাম্য নয়। 

কিন্তু ঋণগ্রহীতা যদি কোনোভাবেই যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারে এবং বেশ কয়েক বছর পরেই তার পক্ষে তা সম্ভব হয়, এক্ষেত্রে ঋণগ্রহীতা ইচ্ছা করলে বেশি টাকা দিতে পারবে কি না, বেশি দিলে আবার সুদ হবে কি না জানার আগ্রহ রয়েছে অনেকের।

এর উত্তরে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো- এই সুরতে কেবল ঋণের টাকাটা পরিশোধ করলেই পাওনাদারের হক আদায় হয়ে যাবে। অবশ্য বেশি টাকা দিতে চাইলে হাদিয়া হিসেবে উনাকে বলেই তা দিতে পারবেন। আর ঋণদাতা যদি বেশি টাকার দাবি করে, তাহলেও সেটা দেওয়া যাবে না। কারণ তখন তা সুদ হবে। ইসলামে সুদ হারাম ও জঘন্য কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: হাদিসে ৭টি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ

তবে, উত্তমভাবে ঋণ পরিশোধের নিয়তে অনেক পুরনো ঋণ হিসেবে ঋণগ্রহীতা যদি হাদিয়া হিসেবে কিছু টাকা বেশি দেয়, তাহলে সমস্যা নেই। বরং সম্ভব হলে সেটাই উত্তম। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই লোক, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে। (সহিহ বুখারি: ২৩৯০)

তবে এটি কেবল ওই ক্ষেত্রেই প্রযোজ্য, যখন ঋণের চেয়ে বেশি দেওয়া-নেওয়ার শর্ত অথবা প্রচলন না থাকে। যদি এ দুটির কোনো একটি উপস্থিত থাকে তাহলে অতিরিক্ত টাকাটি গ্রহণ করাও ঋণদাতার জন্য জায়েজ হবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ২২৬৫৫; হিন্দিয়া: ৩/২০২; আলমাবসুত, সারাখসি: ১৪/৩৫; আলবাহরুর রায়েক: ৬/১২২)