ধর্ম ডেস্ক
২৪ মে ২০২৪, ০৭:৪৫ পিএম
এসএসসি ও দাখিল সমাপনকারী শিক্ষার্থীদের চারিত্রিক উৎকর্ষতা ও সুসংহত ক্যারিয়ারের জন্য ‘নাসীহা প্রোগ্রাম’ তথা উপদেশমূলক বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন দেশের বরেণ্য আলেম ও সমাজসেবক শায়খ আহমাদুল্লাহ।
আগামী ৩১ মে শুক্রবার রাজধানীর বাড্ডা সাতারকুল স্বদেশ প্রপার্টিস সানভ্যালি আবাসনে অবস্থিত মাদরাসাতুস সুন্নাহর মাঠে (ব্লক-সি, রোড-৩/বি) বিকাল ৩টায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
প্রোগ্রামে ছেলে-মেয়ে সবাই অংশ নিতে পারবে বলে জানা গেছে। তবে, মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাসহ অভিভাবকের সঙ্গে আসার শর্তারোপ করা হয়েছে।
শিক্ষার্থীদের ডিপ্রেশন ও খারাপ আসক্তি থেকে পরিত্রাণসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক বিশেষ সেশন নেবেন শায়খ আহমাদুল্লাহ, আলোকিত জ্ঞানীর মুফতি সাইফুল ইসলাম, রকমারির মাহমুদুল হাসান সোহাগ, আলোচক মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, কলরব শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, ক্বারী সাইদুল ইসলাম আসাদসহ কয়েকজন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব।
আরও পড়ুন: রেজাল্টের পর আত্মহত্যা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
এছাড়াও নাসীহা প্রোগ্রামে স্ব-স্ব অঙ্গনে সফল ও উজ্জ্বল ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সামনে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
যারা এবার এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছেন অথবা পরীক্ষার্থীর অভিভাবক হয়ে থাকেন, তাদেরকে এই লিংকে ক্লিক করে আবেদন করতে বলা হয়েছে: https://forms.gle/FjEk9kEPQdq8z6iTA আবেদনের শেষ তারিখ: ২৯ মে, ২০২৪ (রাত ১২টা)।
প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য এবার যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছেন তাদেরকে প্রবেশ পত্র বা রেজাল্ট কার্ডের ফটোকপি প্রমাণ হিসেবে সঙ্গে আনার কথা বলা হয়েছে।
জানা গেছে, প্রোগ্রামে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আফতাবনগর গেট থেকে আনা-নেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা থাকবে এবং সব আবেদনকারীকে সুযোগ দেয়ার চেষ্টা করা হবে।
আরও পড়ুন: হারাম রিলেশনকে ‘না’ বলুন: শায়খ আহমাদুল্লাহ
প্রোগ্রাম সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ জানান, ‘স্কুল থেকে কলেজে পদার্পণ—আমাদের সন্তানদের জন্য এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর। এই সময় স্খলনের নানা ফাঁদ তাদের পদে পদে ওত পেতে থাকে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশে গিয়ে অনেকে শেকড় ভুলে যায়। তাদের মধ্যে পরিলক্ষিত হয় নানা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। মাদক, অবৈধ প্রেম, ডিপ্রেশনের ছোবলে অনেক মেধাবী শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়’।
এইসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাদের সন্তানেরা যেন নিজের জীবন ও ক্যারিয়ারকে সুসংহত রাখতে পারে, এ জন্য এবারের এসএসসি ও দাখিল সম্পন্ন করা শিক্ষার্থীদের নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি বিশেষ এক নাসীহা প্রোগ্রাম’।