images

ইসলাম

বিশ্বনবীর (স.) সামরিক কৌশল

ধর্ম ডেস্ক

১৬ মে ২০২২, ১১:৪৩ এএম

মহানবী (স.) একইসঙ্গে শ্রেষ্ঠ সমরনীতিবিদ ও শ্রেষ্ঠ সেনাপতি হিসেবে যুদ্ধের নীতি নির্ধারণ ও যুদ্ধ পরিচালনা করেছেন। সাহাবিদের সমন্বয়ে তিনি এমন মুজাহিদ বাহিনী গড়ে তুলেছেন, যেই বাহিনীর সমকক্ষ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি পাওয়া যায় না।

মহানবী (স.)-এর সামরিক কৌশলে অগ্রাধিকার পেত- শত্রুর রক্ত ঝরানোর চেয়ে অসহায় ও দুর্বল করে দেওয়া, যতক্ষণ না প্রতিরোধ ত্যাগ করতে বাধ্য হয় অথবা উল্টো সাহায্য-সহযোগিতার পথ অবলম্বন করে। মোটকথা মহানবী (স.) ধ্বংস করার পরিবর্তে বাধ্য করা পছন্দ করতেন। এখান থেকে বোঝা যায়, প্রিয়নবী (স.)-এর লক্ষ্য কোরাইশদের সমূলে ধ্বংস করা ছিল না, বরং সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রেখে দুর্বল করার মাধ্যমে পরাজিত করে রাখা।

তিনি সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে অনেক রকমের কৌশল অবলম্বন করেছেন। বিশ্বনবী (স.)-এর সংগ্রামী জীবনের যেসব সমরকৌশলগুলোর কিছু নমুনা নিচে তুলে ধরা হলো——

১) মহানবী (স.) নিজের প্রতিরক্ষা শক্তিকে সংখ্যা, সংঘবদ্ধতা, পরিশ্রম, সামরিক প্রস্তুতি ও চারিত্রিক প্রশিক্ষণের দিক দিয়ে দ্রুত বিকশিত করেছেন, এটিকে যন্ত্রের মতো সর্বদা সক্রিয় রেখেছেন এবং এর দ্বারা তিনি বিরোধীদের ভীতসন্ত্রস্ত করে রেখেছেন। 

২) মক্কাবাসীর বাণিজ্য পথকে অবরোধ করে তাদের নিঃশেষ করে দিয়েছেন।

৩) সমঝোতা ও চুক্তি সম্পাদনের মাধ্যমে অনেক গোত্রকে পর্যায়ক্রমে শত্রুর কাছ থেকে বিচ্ছিন্ন করে নিজস্ব করে নিয়েছেন।

৪) কখনও তিনি শত্রুকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ না দিয়ে অতর্কিত হামলার পন্থা অবলম্বন করেছেন। (যেমন মক্কা বিজয়)

৫) কখনও অভিযানের ঠিকানা গোপন রেখে শত্রুপক্ষকে বিপদে ফেলে রাখতেন। (যেমন বনু মুস্তালিক যুদ্ধ)। 

৬) কখনও যুদ্ধের ফল আগে থেকে নিজের পক্ষে করে রেখেছেন (বদরের যুদ্ধ)।

৭) আবার কখনও এমন প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেছেন, যার সম্পর্কে শত্রুপক্ষের পূর্ব থেকে কোনো অভিজ্ঞতাই ছিল না। (যেমন খন্দক যুদ্ধ)

উপরোক্ত সামরিক নীতিসমূহ একদিকে বিশ্বনবী (স.)-এর সমরবিদ্যার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে; অন্যদিকে মুসলিম উম্মাহর সেনা প্রধানদের অবস্থা ও কালভেদে নিত্যনতুন কৌশল বের করে আনতে উৎসাহিত করে।

আল্লাহ তাআলা আমাদের প্রিয়ভূমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সকল রাষ্ট্রনায়ক ও সেনানায়ককে বিশ্বনবী (স.)-এর অনুসৃত কৌশলগুলো রপ্ত ও গবেষণার মাধ্যমে সামরিক শক্তি সমৃদ্ধ করার তাওফিক দান করুন। আমিন।