images

ইসলাম

হেদায়াত লাভের দোয়া

ধর্ম ডেস্ক

০৬ মে ২০২৪, ০৫:৫৫ পিএম

আল্লাহ তাআলা যাদের হেদায়াত করেন, তারা ছাড়া সবাই পথভ্রষ্ট। হেদায়াত শুধু আল্লাহই করতে পারেন। হেদায়াতের সম্পর্ক কেবল আল্লাহ তাআলার সঙ্গে। তাই মহান আল্লাহর কাছে সুপথপ্রাপ্তির দোয়া করা আবশ্যক। হেদায়াতের জন্য অনেক দোয়া করা যায়। পবিত্র কোরআনের সুরা ফাতেহাতেই রয়েছে হেদায়াত লাভের দোয়া। 

দোয়াটি হলো— اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ উচ্চারণ: ‘ইহদিনাস সিরাত্বল মুসতাক্বিম।’ অর্থ: ‘(হে আল্লাহ!) আমাদেরকে সরল পথ দেখাও।’ (সুরা ফাতিহা: ৬)

আরও পড়ুন: প্রতিদিনের প্রয়োজনীয় ৪০ দোয়া

হেদায়াত কামনায় হাদিসে বর্ণিত আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো- اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াততুক্বা ওয়াল আফাফা ওয়াল গিনা।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার কাছে সুপথ, আল্লাহ ভীতি, চরিত্রের নির্মলতা ও অভাব মুক্তির প্রার্থনা করছি।’ (তিরমিজি, রিয়াজুস সালেহিন: ৭২)

আরও পড়ুন: প্রত্যেক নামাজের পর যে ৩ দোয়া পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে

এই সুন্দর দোয়াটিও করতে পারেন—اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي، وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي উচ্চারণ: ‘আল্লাহুম্মা আলহিমনী রুশদী, ওয়া আয়িজনী মিন শাররি নাফসী।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে হেদায়েত দান করো এবং নফসের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো।’ (তিরমিজি: ৩৪৮৩)

আল্লাহ তাআলা আমাদেরকে মহান আল্লাহর দরবারে বিনীতভাবে উল্লেখিত দোয়াগুলোর মাধ্যমে হেদায়াত কামনার তাওফিক দান করুন। আমিন।