images

ইসলাম

গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারত করা যাবে?

ধর্ম ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম

কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া করা সুন্নত ও সওয়াবের কাজ। রাসুল (স.) মাঝে মাঝে সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন এবং কবরবাসীদের জন্য দোয়া করতেন।

কবর জিয়ারত পবিত্র অবস্থায় করা উচিত। তবে কোনো কারণে গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারত করে ফেললে গুনাহ হবে না।

আরও পড়ুন: কবর জিয়ারতের দোয়া ও নিয়ম-কানুন

তবে এ অবস্থায় কোরআনের কোনো সুরা বা আয়াত পড়া থেকে বিরত থাকতে হবে। হাদিসে এ বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে। 

আলী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُنَا الْقُرْآنَ مَا لَمْ يَكُنْ جُنُبًا ‘শরীর নাপাক না হলে রাসুলুল্লাহ (স.) আমাদের সর্বাবস্থায় কোরআন তেলাওয়াত করাতেন। (মুসনাদে আহমদ: ৬২৭,তিরমিজি: ১৪৬, সহিহ ইবনে হিব্বান: ৭৯৯)

(ফতোয়ায়ে সিরাজিয়া পৃ. ৮; আদ্দুররুল মুখতার: ১/২৯৩; ফতোয়ায়ে হিন্দিয়া ১/৩৮; ফতোয়ায়ে তাতারখানিয়া: ১/৪৮১)